করোনা প্রতিরোধে সুন্দরগঞ্জে জীবাণুনাশক স্প্রে
করোনা প্রতিরোধে সুন্দরগঞ্জে
জীবাণুনাশক স্প্রে
কনক চন্দ্র-
করোনাভাইরাসের সংক্রমণের কারণে
লোকজনের মধ্যে বিভিন্ন বস্তু ধরার বিষয়ে তাদের মধ্যে এক ধরণের ভীতির সঞ্চার হচ্ছে।
বিশ্বের বিভিন্ন জায়গায় এখন দেখা
যাচ্ছে যে, লোকজন তাদের হাতের কনুই দিয়ে দরজা খোলার চেষ্টা করছে, সিঁড়ি বেয়ে উপরে
উঠা বা নামার সময় রেলিং ধরছে না এবং বাসে ট্রেনে চলার সময় হ্যান্ডল না ধরেই তারা
দাঁড়িয়ে আছেন, অফিসে পৌঁছেই লোকজন জীবাণুনাশক দিয়ে ডেস্ক ধুয়ে মুছে পরিষ্কার
করছেন।
তারই পরিপেক্ষিতে, মাননীয় সাংসদ
সদস্য ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী করোনা
প্রতিরোধে নানা পদক্ষেপ হাতে নিয়েছেন।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
সহযোগিতায় বৃহস্পতিবার (২৬ মার্চ) "হিউম্যান সার্ভিস
সুন্দরগঞ্জ"সেচ্চাসেবী সংগঠনের আয়োজনে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা ও
প্রতিরোধে সুন্দরগঞ্জের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান, সরাকারি ও বেসরকারি
প্রতিষ্ঠান ও গণপরিবহনে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।
ইতোপূর্বে, এ সংগঠনটি এলাকায় সেচ্ছায়
রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ বিভিন্ন সেবা ও
জনকল্যানমূলক কর্মকাণ্ড পরিচালনা করে।
এতে উপস্থিত ছিলেন থানা অফিসার
ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান, ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম,
উপজেলা জাপার সাধারণ সম্পাদক আঃ মান্নান মন্ডল, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ
সরকার ডাবলু, এমপির বিশেষ সহকারী নূর মোহাম্মদ রাফি, হিউম্যান সার্ভিস সুন্দরগঞ্জ
সংগঠনের প্রতিষ্ঠাতা চ্যায়ারম্যান কনক চন্দ্র, সাংগঠানিক সম্পাদক নূর ইসলাম, সহ
সাংগঠানিক সম্পাদক ননী গোপাল সাহা-সহ সংগঠনের অন্যান্য সদস্যগণ মারুফ, মীম, আরমান,
সোহেল, আরিফ, জীবু, জিয়ন, লিফন, শাহজাহান, ইসরাফিল প্রমুখ।
No comments