দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

"গণতন্ত্র ও বাংলাদেশ"-সোহানুর রহমান :কবিতা।

"গণতন্ত্র ও বাংলাদেশ"
      -সোহানুর রহমান

রাজতন্ত্র নয়, এ যে গণতন্ত্র
স্বাধীন মানুষের হাতের মন্ত্র;
সকলের অংশগ্রহণ স্বতন্ত্র
          এ যে গণতন্ত্র.......!!!

কে বলে একে গনতন্ত্র.....?
         যেখানে ব্যবহৃত হয় কুমন্ত্র,
 যেখানে ব্যবহৃত হয় লৌহযন্ত্র,
         ও এ যে গণতন্ত্র ;
আমার দেশের গণতন্ত্র...!!

এ দেশ সেই দেশ,
ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত;
যেখানে আজ ব্যক্তি স্বাধীনতা বর্জিত...।।

এ দেশ সেই দেশ,
যেখানে বঙ্গবন্ধুর আত্মত্যাগ স্বীকৃত;
যেখানে আজ বঙ্গবন্ধুর শিক্ষা বিকৃত...।।

এ দেশ সেই দেশ,
যেখানে নজরুল গেয়েছেন সাম্যের গান;
 যেখানে আমরা আজ আনি সেই অধিকারে বান...!!

এ দেশ সেই দেশ,
যেখানে আমরা ধরেছি গণতন্ত্রের ছদ্মবেশ;
ওহো! এ যে গণতন্ত্রের দেশ..।।

গণতন্ত্র যে এখন সাজানো নাটক,
যার দর্শক আমার প্রিয় পাঠক;
ওহো! আমরা যে গণতন্ত্রের সাধক...।।

কিছু প্রকাশ করলে হতে পারি গুম,
তাই তো আসেনা আমার ঘুম,
তাই বলে থাকবো না আমি চুপ,
ধরিস যতই পিশাচের রুপ...।।

সোহানুর রহমান সোহান

বি.দ্র- লেখকের সম্পূর্ন নিজস্ব অভিব্যক্তি, এর জন্য দ্যা ডেইলি এডুকেশন কর্তৃপক্ষ দায়ী নয়। 

No comments

Powered by Blogger.