দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

৯ এপ্রিল পর্যন্ত ছুটি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা

৯ এপ্রিল পর্যন্ত ছুটিতে জবি


৯ এপ্রিল পর্যন্ত ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা
জবি প্রতিনিধি- 

করোনা ভাইরাস সঙ্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর শিক্ষার্থীদের ছুটি ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) উপাচা‌র্যের আদেশক্র‌মে বিশ্ববিদ্যালয়ের রে‌জিস্ট্রার প্র‌কৌশলী মোঃ ও‌হিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিটি রেজিস্ট্রার প্র‌কৌশলী ড. মোঃ ও‌হিদুজ্জামানের ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সং‌শ্লিষ্ট সক‌লের অবগ‌তি ও কার্যা‌র্থে জানা‌চ্ছি যে,  জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয়ের চলমান ছু‌টি আগামী ৯ এপ্রিল ২০২০ পর্যন্ত ব‌র্ধিত করা হ‌লো।

ছুটির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 
'সরকার ৯ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে, তাই আমরাও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।'

উল্লেখ্য যে, এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে করোনা ভাইরাস প্রতিরোধের সতর্কতা হিসেবে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার নোটিশ দেয়া হয় এবং জরুরি বা বিশেষ প্রয়োজন ছাড়া ক্যাম্পাসে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

No comments

Powered by Blogger.