দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

জবি রোভারের উদ্বোধনী ক্রুমিটিং, নবীনবরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত




জবি রোভারের উদ্বোধনী ক্রুমিটিং, নবীনবরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জবি প্রতিনিধি
-
বাংলাদেশ স্কাউটস এর প্রথম চীফ অফ স্কাউট ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এর উদ্বোধনী ক্রু-মিটিং, নবীন সহচর বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২০, অনুষ্ঠিত।

আজ রবিবার (০১ মার্চ ২০১৯) বেলা ১২.০০ মিনিটে প্রশাসনিক ভবনের সম্মুখে ক্রুমিটিং এর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট এর গ্রুপ সম্পাদক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার। এসময় জবি রোভারের সকল স্তরের রোভারবৃন্দ উপস্থিত ছিলেন।


পরবর্তীতে দুপুর ২.১৫ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এর আয়োজনে ‘বিশ্বাসী বন্ধু বিনয়ী সদয় প্রফুল্ল মিতব্যয়ী নির্মল রয়’ স্লোগানকে সামনে রেখে নবীন সহচর বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখছেন জবি উপাচার্য

জবি রোভার-ইন-কাউন্সিল এর সম্মানিত সদস্য মো. এনামুল হাসান কাওছার ও ইমতিয়াজ মাহমুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ। আরও উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক জনাব কাজী নাসির উদ্দীন; জ.বি. রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার  মিন্টু আলী বিশ্বাস; সদ্য দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রোক্টর ও রোভার স্কাউট লিডার কাজী ফারুক হোসেন; মু. ওমর আলী এলটি, সম্পাদক বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার; সৈয়দ জাহাঙ্গীর আলম যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পিআরএস জি কে আরেফিন; মুনীর আহমেদ ভূঁইয়া ডায়মন্ডসহ রোভার-ইন-কাউন্সিলে সাবেক ও বর্তমান কাউন্সিলর ও সিনিয়র রোভার মেটবৃন্দ উপস্থিত ছিলেন।


এসময় জবি রোভার-ইন-কাউন্সিল এর পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বর্তমান কাউন্সিলের সভাপতি মোঃ আহসান হাবীব।

সম্প্রতি, বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বাধিক সংখ্যক প্রেসিডেন্ট'স রোভার স্কাউট  অ্যাওয়ার্ড অর্জনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ও রোভারবৃন্দ জাতীয় পর্যায়ে বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রদানকৃত নানাবিধ অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার ২০১৮ সালের কার্যক্রমের উপর ভিত্তি করে বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রাদানকৃত মেডেল অফ মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেন।

বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগ দুঃসাহসী কাজে জীবনের ঝুঁকি নিয়ে সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ 'গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড' শীর্ষক অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২০ ফেব্রুয়ারি, ২০১৯ দিবাগত রাতে চকবাজার ট্রাজেডিতে অংশগ্রহণ করে জীবনের উপর ঝুঁকি নিয়ে দুঃসাহসী অবদান ও অন্যান্য কার্যক্রমের ভিত্তিতে মো: আহসান হাবীব ও মো. এনামুল হাসান কাওছার-কে বাংলাদেশ স্কাউটস গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড-এ মনোনীত করে। পুরো বাংলাদেশ থেকে মাত্র ৪জনকে এই অ্যাওয়ার্ডটির জন্য মনোনীত করা হয়।

এছাড়াও, জবি রোভারের দুইজন রোভার মো: আহসান হাবীব ও মোঃ রিজু আহামেদ ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

উক্ত অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রাপ্তদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন জবি উপাচার্য।


অনুষ্ঠানের শেষে রোভার সদস্যবৃন্দের মনোমুগ্ধকর পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।


নবীনবরণ অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পর বিকালে "জবি রোভার স্কাউট এ্যালামনাই এসোসিয়েশন" গঠনের লক্ষ্যে ফলপ্রসূ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, জগন্নাথের গর্ব ও স্বাধীনতা পূর্ব প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অর্জনকারী কিংবদন্তি প্রবীণ স্কাউটার মরহুম আফজাল হোসেন (বাংলাদেশের হয়ে ১০ বার বিশ্ব স্কাউট  জাম্বুরীতে অংশগ্রহণ, পরিচালক সোনালী ব্যাংক লিমিটেড, সাবেক জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটস ও সাবেক সম্পাদক, রোভার অঞ্চল) এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক প্রিয় আরএসএল প্রফেসর আবু বক্কর সিদ্দিক স্যার (বীর মুক্তিযোদ্ধা, সাবেক ডিএনসি, এএলটি) এর অসুস্থতাজনিত সুস্থতা কামনায় ক্রুমিটিং পরবর্তী বাদ যোহর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

No comments

Powered by Blogger.