দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

নিজ অর্থায়নে কুকুরদের জন্য খাবারের বন্দোবস্ত করেছেন ড. মীজানুর রহমান

ব্যক্তিগত অর্থায়নে কুকুরদের খাওয়াতে জবি উপাচার্যের বিশেষ উদ্যোগ
নিজ অর্থায়নে কুকুরদের জন্য খাবারের বন্দোবস্ত করেছেন ড. মীজানুর রহমান

জবি প্রতিনিধি-

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াল থাবায় মুখ তুবড়ে পড়েছে বিশ্বের শিক্ষাঙ্গন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বন্ধ আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। 

জবির শূন্য ক্যাম্পাসে অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে ক্যাম্পাসে অবস্থানরত ক্ষুধার্ত কুকুরগুলো। গতকাল খবর পাওয়া যায় ক্ষুধার যন্ত্রণায় একটি কুকুর কামড় দেয় একজন পথিককে। তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ খবর শুনে কুকুর গুলোকে বাঁচিয়ে রাখার জন্য নিজ অর্থায়নে ওদের জন্য খাবারের বন্দোবস্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

তিনি বলেন, 
কুকুরগুলো রাতে ক্যাম্পাস পাহারা দেয়, কোন গার্ড কাজে ফাঁকি দিলেও ওরা ওদের কাজে কখনো ফাঁকি দেয় না। ক্যাম্পাস খোলা থাকলে ক্যান্টিনের আশে পাশে বসে থাকতো ওরা, ছাত্ররাই ওদের খাওয়াতো। এখন কোথাও কোন খাবার পাচ্ছে না। এই পরিস্থিতিতেও ওদের বাঁচিয়ে রাখার জন্য কাজ করাটা আমাদের দায়িত্ব।’

প্রতিদিন ক্যাম্পাসে অবস্থানরত ক্ষুধার্ত কুকুরগুলোর খাবার সরবরাহ করার নিমিত্তে, ক্যাম্পাসের পাশে বর্তমানে বাস করছেন এমন একজন কর্মকর্তাকে জবি উপাচার্য দায়িত্ব প্রদান করেছেন। উল্লেখ্য, কুকুরগুলোর খাবারের জন্য যে ব্যয় হবে তা তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন।

এছাড়া, নিজ গ্রাম কুমিল্লার হরিপুরের হতদরিদ্র মানুষদের জন্য ব্যক্তিগত উদ্যোগে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহের ব্যবস্থা করেছেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী এই সময়ে অনটনে থাকলে, ব্যক্তিগতভাবে তাঁকে জানানোর আহবান জানান জবি উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান।

No comments

Powered by Blogger.