অভিশপ্ত প্রেম- কবিতা
অভিশপ্ত প্রেম
মো. কামরুল ইসলাম
আমার প্রবল ইচ্ছা তার কাছে যাওয়ার,
কিন্তু তার থেকে দ্বিগুণ ইচ্ছা তার
আমার থেকে দূরে সরে যাওয়ার।
তার এলো চুলে, চোখের চাহনিতে যতটা
আকৃষ্ট হই।
সে আমাকে ঠিক ততটাই নিকৃষ্ট ভাবে।
তাকে যতটা প্রেম করি দান
গ্রহণ করে না সে, ঘৃণা করে
দেয় তার প্রমাণ।
পথ রোধ করে তাকে বলি, তোমার মনে কি
আমাকে নিবে?
কথা বলে না সে, হয়ত অন্য কাউকে
নিয়ে ভাবে।
তবুও আমি তার প্রেমে পড়ি
একবার নয়, যুগ থেকে যুগ, শতাব্দী
থেকে শতাব্দী, সহস্র থেকে সহস্র বার।
আপনার সপ্তহর্ষী প্রেম আপনার প্রেমিক
কে দিন।
নিচে পড়ে থাকা বিরহ টুকু নাহয় যত্ন
করে আমার জন্য রেখে দিন।
যে ভালবাসতে পারে, সে বিরহ সইতে
জানে ।
থমকে গেছে সত্য, মিথ্যা যুক্ত
পৃথিবী হয়ে গেছে উত্তপ্ত।
তাইতো বিশুদ্ধ ভালবাসা গুলো আজকে
অভিশপ্ত।
হ্যা, অভিশপ্ত!
No comments