'ভোক্তা অধিকার আইন ২০০৯' বিষয়ক প্রচারণা কর্মসূচী অনুষ্ঠিত
'ভোক্তা অধিকার আইন ২০০৯' বিষয়ক প্রচারণা কর্মসূচী অনুষ্ঠিত
মোঃ সাখাওয়াত হোসেনঃ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এর যেীথ উদ্দ্যোগে দুর্নীতিবিরোধী চেতনা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকার আইন এর বহুল প্রচারের উদ্দেশ্যে 'ভোক্তা অধিকার আইন ২০০৯' বিষয়ক প্রচারণা কর্মসূচী অনুষ্ঠিত হয়।
২৪শে জানুয়ারি ২০২0 রোজ শুক্রবার বিকাল ৩টায় ঢাকার ব্যস্ততম স্থান আগারগাঁও এলাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গনে টিআইবি’র ঢাকা ইয়ুথ অ্যানগেইজমেন্ট অ্যান্ড সাপোর্ট(ইয়েস)গ্রুপ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক,স্ট্যামফোর্ড ইউনির্ভাসিটি বাংলাদেশ এবং ঢাকা ইয়েস-২ এর আয়োজনে 'ভোক্তা অধিকার আইন ২০০৯' বিষয়ক প্রচারণা কর্মসূচী শুরু হয়।উক্ত কর্মসূচীর নেতৃত্ব দেন ঢাকা ইয়েস-২ এর লিডার ইয়াসিন হোসেন রাকিব
ভোক্তার অধিকার সম্পর্কে সচেতনতার অংশ হিসেবে টিআইবি ঢাকা ইয়ুথ অ্যানগেইজমেন্ট অ্যান্ড সাপোর্ট(ইয়েস)গ্রুপ সদস্যরা 'ভোক্তা অধিকার আইন ২০০৯' বিষয়ক প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছেন।
আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গন থেকে প্রায় ৩ ঘন্টার মত চলা কর্মসূচীটি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্টল থেকে শুরু করে ইয়েস সদস্যরা। ইয়েস সদস্যরা দর্শনার্থীদের মাঝে 'ভোক্তা অধিকার আইন ২০০৯' বিষয়ক লিফলেট-স্টিকার বিতরণ,দেওয়ালে ফেস্টুন লাগানো, ভোক্তা অধিকার অধিকার অভিযোগ ফর্ম পূরণের পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বর্ণনাসহ এছাড়াও জনগণকে যে সকল পণ্য ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ে প্রতিষ্ঠান বাধ্য থাকে সে বিষয়ে অবগত করেছেন।
অধিকাংশ দর্শনার্থীদের ও পণ্য বিক্রেতার মধ্যে 'ভোক্তা অধিকার আইন ২০০৯' সম্পর্কে না জানা থাকার ধরুন ইয়েস গ্রুপ(টিআইবি) ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর উদ্দ্যোগে আয়োজিত উক্ত কর্মসূচীর বিষয়ে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গিয়েছে।
সন্ধ্যা ৬ঘটিকায় কর্মসূচীর প্রধান অথিতি ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক(উপ-সচিব) জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার উক্ত 'ভোক্তা অধিকার আইন ২০০৯' বিষয়ক প্রচারণা কর্মসূচীর সফল আয়োজন করায় টিআইবি ঢাকা ইয়ুথ অ্যানগেইজমেন্ট অ্যান্ড সাপোর্ট(ইয়েস)গ্রুপ সদস্যদের প্রশংসা করেন।
No comments