প্রতিভা বিকাশ বাংলাদেশের উদ্যোগে শিক্ষা বৃত্তি ও সিলেট গৌরব সম্মাননা আগামী ৪ জানুয়ারি
শিক্ষা বৃত্তি ও সিলেট গৌরব সম্মাননা
২০২০
|
প্রতিভা
বিকাশ বাংলাদেশের উদ্যোগে আগামী
৪ জানুয়ারি, ২০২০ রোজ শনিবার বিকাল ৩টা ৩০ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমি
মিলনায়তনে, সাবেক সফল অর্থমন্ত্রী জনাব আবুল মাল
আবদুল মুহিত এবং
মাননীয়
পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন, এম. পি এর পিতামাতা সিলেটের কৃতী সন্তান 'আবু
আহমদ আব্দুল হাফিজ-সৈয়দা শাহার বানু চৌধুরী' নামে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন
বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এককালীন 'শিক্ষা
বৃত্তি' প্রদান
ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দকে 'সিলেট
গৌরব সম্মাননা' প্রদান
অনুষ্ঠানের আয়োজন করেছে।
এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক
সফল অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
মাননীয়
পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন, এম. পি;
জনাব
ইনাম আহমদ চৌধুরী,
উপদেষ্টামন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ; জাতীয় অধ্যাপক ডাঃ
শায়েলা খাতুন;
জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা এর সভাপতি ড. এ.
কে. আব্দুল মুবিন; অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ
আব্দুল মুক্তাদির।
সভাপতিত্ব করবেন প্রতিভা বিকাশ বাংলাদেশ এর সভাপতি জনাব
এ.এস.এ. মুইজ (সুজন)।
সিলেট
গৌরব সম্মাননা প্রাপ্তবৃন্দ হলেন-
১)
জনাব মোহাম্মদ জয়নুল বারী
সচিব
সমাজকল্যাণ মন্ত্রণালয়।
২) জনাব
মোহম্মদ শামস্-উল ইসলাম
ব্যবস্থাপনা
পরিচালক ও সিইও
অগ্রণী
ব্যাংক লিমিটেড।
৩) জনাব
মো. আরিফুর রহমান অপু
অতিরিক্ত
সচিব
কৃষি
মন্ত্রণালয়।
৪) জনাব
মো. মহিবুর রহমান
অতিরিক্ত
সচিব
ডাক,
টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।
৫)
জনাব মোঃ এহছানে এলাহী
চেয়ারম্যান,
বিআরটিসি (অতিরিক্ত সচিব)।
৬)
জনাব আনোয়ার হোসেন
চৌধুরী
অতিরিক্ত
সচিব
সড়ক
পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
৭) জনাব
হাবিবুর রহমান
অতিরিক্ত
সচিব
স্থানীয়
সরকার বিভাগ,
স্থানীয়
সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
৮) জনাব
কবিরুল ইজদানি খান
অতিরিক্ত
সচিব
অর্থ
মন্ত্রণালয়।
৯) জনাব
মো: মিজানুল হক চৌধুরী
অতিরিক্ত
সচিব
অর্থ
বিভাগ, অর্থ মন্ত্রণালয়।
১০) জনাব
মো. জহুরুল ইসলাম রোহেল
অতিরিক্ত
সচিব
মুক্তিযুদ্ধ
বিষয়ক মন্ত্রণালয়।
১১) জনাব
মো: খায়রুল আমীন
অতিরিক্ত
সচিব
তথ্য
ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।
১২) জনাব
মো: শফি উল হক
অতিরিক্ত
সচিব
সদস্য,
এস্টেট ও ভূমি
রাজধানী
উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)
১৩) জনাব
মো:
ফারুকুজ্জামান
অতিরিক্ত সচিব
রেলপথ মন্ত্রণালয়।
প্রতিভা বিকাশ বাংলাদেশের সাধারণ সম্পাদক এম. ইফতেখার আলম গণমাধ্যমে প্রেরণ করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত তথ্যটি নিশ্চিত করেছেন।
No comments