দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

জবির বাণিজ্য শাখার ফল প্রকাশ


জবির বাণিজ্য শাখার ফল প্রকাশ।
জবি প্রতিনিধি-

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৯- ২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ও বিবিএ ১ম বর্ষের ইউনিট-৩ (বাণিজ্য শাখা'র) ফলাফল প্রকাশ করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) ফলাফল প্রকাশ করা হয়।

এবছরের ইউনিট-৩ (বাণিজ্য শাখা'র) ভর্তি পরীক্ষায় ২০ হাজার ৩০৭ জন আবেদনকারীর মধ্য ১৯ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে, যা মোট আবেদনকারীর ৯৮ শতাংশ।

ইউনিট-৩ (বাণিজ্য শাখা'র) ভর্তি পরীক্ষায় ৬১০ আসনের বিপররীতে ১৯ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে । এর মধ্যে ৪৫০ জন পরীক্ষার্থী বাণিজ্য বিভাগ থেকে ভর্তির সুযোগ পাবেন যা মোট পরীক্ষার্থীর ৪৪ শতাংশ এবং বাকী ১৫০ জন পরীক্ষার্থী অন্যান্য বিভাগ থেকে ভর্তির সুযোগ পাবেন।

এবছরই প্রথমবারের মত অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মেধাতালিকা থেকে আসন সংখ্যা শূন্য থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর ইউনিট-৩ ( বাণিজ্য শাখা'র) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিগত বছরের ন্যায় এবছরও জবিতে লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( www.jnu.ac.bd) এবং admission.jnu.info তে পাওয়া যাচ্ছে।

সর্বমোট ১৯,৪৯১ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে। সকলের রোল নম্বরের পাশে মেধাক্রম এবং প্রাপ্ত স্কোর উল্লেখ করা হলেও মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৬১০ জনকে তাদের রোল-এর পাশে উল্লেখিত বিভাগে ভর্তির অনুমতি দেয়া হয়েছে। ভর্তির সময়সূচি খুব শীঘ্রই বিজ্ঞপ্তি ও ওয়েবসাইট-এর মাধ্যমে জানানো হবে। সর্বোচ্চ মেরিট স্কোর ৮৫.০ এবং সর্বনিম্ন হলো ২১.৪৮।
বিস্তারিতঃ http://­admissionjnu.info/­webx/result.html বা www.jnu.ac.bd
মাননীয় ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার মহোদয়, ইউনিট-৩ কমিটির সদস্যবৃন্দ, অনুষদের শিক্ষকবৃন্দসহ ভর্তি পরীক্ষার শুরু থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত সকল কার্যক্রমে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

No comments

Powered by Blogger.