দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন সংস্থাসমূহ



বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন সংস্থাসমূহ


লীগ অব নেশন্স-

এটি প্রথম আন্তর্জাতিক সংগঠন। ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই চুক্তির মাধ্যমে এর জন্ম এবং ১৯২০ সাল থেকে এটি কার্যকর হয়।লীগ অব নেশন্স স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন।



জাতিসংঘ (The United Nations)-

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী শান্তি নিশ্চিতকরণের উদ্দেশ্যে ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর এটি গঠিত হয়।প্রতি বছর ২৪শে অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়।মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট জাতিসংঘ গঠনের প্রস্তাবক।তখন ৫১টি দেশ জাতিসংঘের সদস্য হিসেবে যোগদান করে।জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।এর দাপ্তরিক ভাষা রয়েছে ৬টি।



বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-

এটি জাতিসংঘের একটি সহযোগী সংস্থা,যা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিষয়ে সমন্বয়কের ভূমিকা পালন করে এই সংস্থা।

১৯৮৮ সালে WHO,UNICEF ও রোটারি ফাউন্ডেশন যৌথভাবে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণের মাধ্যমে বিশ্ব হতে পোলিও নির্মূলে কার্যকরী পদক্ষেপ নেয়।এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।



জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (United Natons Developent Programme- UNDP)-

UNDP জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।যা ১৯৬৫ সালের ২২ নভেম্বর সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।যার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করা,উন্নয়নশীল দেশসমূহকে সম্পদের পরিকল্পিত ব্যবহারে সাহায্য করা এর উদ্দেশ্য। HDI বা Human Development Index ধারণাটির উদ্ভাবক UNDP,এই সূচক হলো স্বাস্থ্য,শিক্ষা ও আয়ের সমন্বিত পরিসংখ্যানের ভিত্তিতে দেশসমূহকে শ্রেণিবিন্যাস।



বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization-WTO)-

এর প্রতিষ্ঠাকাল ১ জানুয়ারি,১৯৯৫ এবং সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

TRIPS,পূর্ণরূপ The Agreement on Trade-related Aspects of Intellectual Property Rights হলো WTO এর সদস্য দেশগুলোর মধ্যে সম্পাদিত একটি আন্তর্জাতিক চুক্তি।



বিশ্ব ব্যাংক-

একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মে ঋণ প্রদান করে থাকে।১৯৪৬ সালে এর কার্যক্রম শুরু হয়।

এর প্রকৃত নাম International Bank for Reconstruction and Development(IBRD),সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।এর অঙ্গ সংস্থাসমূহ হলো-IDA,IFC,ICSID.



আন্তর্জাতিক মুদ্রা তহবিল, International Monetary Fund (IMF)-

১৯৪৭ সাল থেকে কার্যকর হওয়া একটি আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান। IMF এর রিজার্ভ সম্পদের একক SDR (Special Drawing Rights).



ইসলামি সহযোগিতা সংস্থা (OIC)-

বিশ্বের মুসলিমপ্রধান রাষ্ট্রসমূহহ এই সংস্থার সদস্য।এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।বর্তমান সদস্য দেশ ৫৮টি এবং অঙ্গ সংস্থা ৪টি।

মুসলিম প্রধান দেশ না হয়েও ক্যামেরুন,গায়ানা,মোজাম্বিক OIC এর সদস্যপদ লাভ করেছে।



SAARC-

পূর্ণ রূপ হলো South Asian Association for Regional Co-operation. ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক সনদ স্বাক্ষরের মাধ্যমে ৭টি দেশ নিয়ে জন্ম হয় সার্কের।বর্তমানে সার্কের ৮ টি দেশ- বাংলাদেশ,ভারত,নেপাল,ভুটান,শ্রীলংকা,পাকিস্তান,মালদ্বীপ,আফগানিস্তান।এর সদর দপ্তর নেপালের কাঠমাণ্ডুতে।

সার্কের প্রথম মহাসচিব নিযুক্ত হন বাংলাদেশের আবুল আহসান।প্রথম সার্ক শীর্ষ সম্মেলন বাংলাদেশের ঢাকায় ১৯৮৫ সালে অনুষ্ঠিত হয়েছিলো।
-
লিখেছেন
সাদিয়া আখতার।
শিক্ষার্থী- মাইক্রোবায়োলজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
রোভার মেট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।
ইমেইল- bdsadiashabnam@gmail.com

No comments

Powered by Blogger.