জবি শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি
দ্যা ডেইলি এডুকেশন ডেক্স-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়েছে ছাত্রলীগের কর্মীরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোফাজ্জল হক ভুঁইয়া এবিষয়ে জবি উপাচার্যের কাছে নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, নাস্তা করে রফিক ভবনে ক্লাসের উদ্দেশ্যে যান। এসময় নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আশিকুর রহমানের নির্দেশে গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আল ফারাবীর নেতৃত্বে কয়েকজন তাকে অতর্কিত হামলা করে। এসময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আহত শিক্ষার্থীকে সহপাঠীরা উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের পাশের সুমনা হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসা শেষে তিনি উপাচার্য বরাবর নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ দেন।
অভিযুক্ত শিক্ষার্থী আশিকুর রহমান আশিক এর আগেও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মারামারি এবং ঘোড়ার গাড়ির চালককে ক্যাম্পাসে ধরে এনে মারধর ও চাঁদাবাজির অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
অভিযুক্ত শিক্ষার্থীদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায় নি।
এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ঘটনা তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করে বলেন, যারাই ক্যাম্পাসে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া হবে।
No comments