দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

জবির মেধাবী মুখ সাদিয়া আখতার

সাদিয়া আখতার, জবি 


-
জবির মেধাবী মুখ সাদিয়া আখতার
--
মাতা মনোয়ারা বেগম এর গর্ভে পিতা আখতার কামাল এর ঘর আলোকিত করে পুণ্যভূমি খ্যাত চট্টগ্রামে ধরনীর বুকে এসেছিলেন সাদিয়া আখতার।

প্রাথমিকের গন্ডি পেরিয়ে হায়দার আলী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় মাধ্যমিকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হোন। উচ্চমাধ্যমিকেও রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে বিজ্ঞান শাখায় অর্জন করেন জিপিএ ৫।

কখনো প্রাইভেট টিউটর কিংবা কোন কোচিং সেন্টারের দারস্থ হননি সাদিয়া। বাসায় নিজের উদ্যোগে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বড়বোন কাওসার আখতার জ্যোতির অনুপ্রেরণায় প্রস্তুতি নেন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রতিযোগিতায়। ছোট বেলা থেকে চারুকলার প্রতি আগ্রহ থাকলেও, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রতি ভালোবাসার কমতি ছিলোনা। জবিতে এই বিষয়টি না থাকায় বাছাই করেছিলেন মাইক্রোবায়োলজি।

মাইক্রোবায়োলজি বিভাগের ১১তম আবর্তনের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের এই মেধাবী শিক্ষার্থী
বর্তমানে ৩য় বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল অনুযায়ী ৩.৯১ সিজিপিএ অর্জন করে ১ম স্থান অধিকার করেছেন।

কেবল পড়াশোনার টেবিলে নিজেকে আবদ্ধ রাখেননি, পাশাপাশি সম্পৃক্ত আছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে। তিনি বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সংখ্যক প্রেসিডেন্ট'স রোভার স্কাউট এওয়ার্ড অর্জনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ২০১৯-২০২০ কাউন্সিলের গার্ল-ইন-রোভারের সম্পাদক ও সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্নকারী "সেবা' স্তরের রোভার সাদিয়া ইতোমধ্যে জবি রোভার স্কাউট গ্রুপ থেকে "রোভার কুশলী', "স্কাউট ইন্সট্রাক্টর' ও "শিক্ষকতা' ব্যাজ অর্জন করেছেন।

বাংলাদেশ স্কাউটস এর মুখপত্র ৬৩ বছর থেকে প্রকাশিত মাসিক অগ্রদূত পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ফিচার লেখক হিসেবে সম্পৃক্ত আছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকায়। এছাড়া তিনি 'টিডিওয়াই ডটকম' - দ্যা ডেইলি ইয়ুথ শীর্ষক শিক্ষাধর্মী একটি ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতা; একইসাথে তাঁর অধ্যয়নরত মাইক্রোবাইলোজি এর বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত কনটেন্ট লিখে যাচ্ছেন।

বিভিন্ন প্রতিযোগিতায় নিজেকে বারংবার প্রমাণ করে জিতেছেন বহু পুরষ্কার। এর মধ্যে উল্লেখযোগ্য, জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে বিপি দিবসের রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান। জাতীয় পর্যায়ে স্কাউট দিবসে, বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অর্জন করেছেন তৃতীয় স্থান। মেধার স্বীকৃতীস্বরূপ অর্জন করেছেন জবি প্রশাসন কর্তৃক প্রদানকৃত স্নাতক শ্রেণির মেধাবৃত্তি। এছাড়াও জবি রোভার স্কাউট গ্রুপের মেধাবী ও কৃতী রোভার সম্মাননা অর্জন করেছেন টানা তিনবার।

ছুটিতে ঘুরাঘুরি করতে ভালোবাসেন সাদিয়া। অবসরে গল্পের বইয়ে ডুবে থাকা, মুভি দেখা, কবিতা পড়ায় স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

ভবিষ্যতে মাইক্রোবায়োলজি বিষয়ে গবেষণায় সম্পৃক্ত করতে চান নিজেকে, সাথে সামাজিক সংগঠন আর লেখালেখির মাধ্যমে দেশের তরে নিজেকে সর্বদা সম্পৃক্ত রাখতেও তিনি বদ্ধপরিকর। 




No comments

Powered by Blogger.