জবি রোভারের তিনদিন ব্যাপি বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্পের উদ্বোধন
জবি রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপি বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্পের উদ্বোধন।
--
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপি বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ক্যাম্প ও ব্যাজর প্রদান অনুষ্ঠান শুরু হয়েছে।
অনুষ্ঠানটি দুপুর ২:৩০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক মোঃ সেলিম ভূইঁয়া, ট্রেজারার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে স্কাউট ওনে উপস্থিত ছিলেন মো. মহসিন এলটি, জাতীয় কমিশনার(প্রশিক্ষন), বাংলাদেশ স্কাউটস।
শনিবার আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, লালমাই, কুমিল্লায় দীক্ষাপ্রাপ্ত রোভারদের দীক্ষা ও ব্যাচ প্রদানের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।
এবছর জবি রোভার স্কাউট গ্রুপ থেকে ১০৬ জন নতুন সহচর দীক্ষা গ্রহণের মাধ্যমে বিশ্ব স্কাউট আন্দোলনের সদস্যপদ লাভ করবেন বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে।
জবি রোভার-ইন-কাউন্সিলের সম্মানিত সদস্য মো. এনামুল হাসান কাওছার ও সাধারণ সম্পাদক মোঃ ইমতিয়াজ মাহমুদের সঞ্চালনায় এবং জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে রোভার-ইন-কাউন্সিলের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মোঃ আহসান হাবীব।
এসময় রোভার স্কাউট লিডার অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার, আবুল কালাম আজাদ, মিন্টু আলী বিশ্বাস, নাহরিন জান্নাতসহ জবি রোভার গ্রুপের বর্তমান ও সাবেক রোভারবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments