দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

জবি রোভারের বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ক্যাম্প ও ব্যাজ প্রদান অনুষ্ঠান আগামী ৫-৭ সেপ্টেম্বর

অফিসিয়াল লোগো। ডিজাইন- মো. এনামুল হাসান কাওছার

দ্যা ডেইলি এডুকেশন ডেক্স-

জবি রোভারের বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ক্যাম্প ও ব্যাজ প্রদান অনুষ্ঠান আগামী ৫-৭ সেপ্টেম্বর

আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ক্যাম্প ও ব্যাজ প্রদান অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানটি দুপুর ২:৩০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্বোধন করা হবে।

প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্ভোদন করবেন অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, ট্রেজারার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রধান স্কাউট ব্যক্তিত্ত্ব হিসেবে উপস্থিত থাকবেন মো. মহসিন এলটি, জাতীয় কমিশনার(প্রশিক্ষন), বাংলাদেশ স্কাউটস।

৬ সেপ্টেম্বর রাতে মহা তাঁবুজলসা অনুষ্ঠিত হবে এবং ৭ সেপ্টেম্বর, শনিবার আঞ্চলিক স্কাউট প্রশিক্ষন কেন্দ্র, লালমাই, কুমিল্লায় সহচরদের দীক্ষা ও ব্যাচ প্রদানের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি আহসান হাবীবের ব্যবস্থানায়সাধারন সম্পাদক মোঃ ইমতিয়াজ মাহমুদের সঞ্চালনায় এবং জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, এবছর জবি রোভার স্কাউট গ্রুপ থেকে ১০৬ জন নতুন সহচর দীক্ষা গ্রহণের মাধ্যমে বিশ্ব স্কাউট আন্দোলনের সদস্যপদ লাভ করবেন।

No comments

Powered by Blogger.