মেঘময় আকাশে বৃষ্টিতে ভেজা আমার অন্ধকার রাত
মেঘময় আকাশে বৃষ্টিতে ভেজা আমার অন্ধকার রাত।
ঘড়িতে তখন রাত নয়টা বাজে। সারাদিন টিপ টিপ বৃষ্টিতে কেটে গিয়েছিল ব্যস্ত শহরের মাঝে ব্যস্ত মানুষের ভিড়ের মধ্য দিয়ে। কখন দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছিল বুঝতে পারিনি।
ব্যস্ততা শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন বাড়ি ফেরার কথা ভাবছি তখন আকাশে বিজলী ও আকাশ ডাকার শব্দ হচ্ছিল, সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল।
একটু দেরি করার পর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সাথে ছিল একটা বাই সাইকেল আর হাতে ছিল একটি ছাতা। কিছুটা পথ আসার পর বৃষ্টি আরও জোরে নামতে শুরু করে। তারপরও শহরের বাতিময় রাস্তায় চলতে কোন সমস্যা হয়নি।
আমার সাধারণত গ্রামেই বসবাস। তাই শহর শেষে গ্রামের পথে রওনা দেওয়ার সাথে সাথে অন্ধকার হয়ে আসে রাস্তার চারপাশ। অন্ধকার পথে একহাতে সাইকেল আর একহাতে ছাতা সহ বাটন মোবাইলে জ্বালানো নিভূ নিভূ বাতি নিয়ে বৃষ্টিতে একা পথ চলছিলাম।
মনে অনেক ভয় কাজ করছিল আর বারবার পিছে ফিরে তাকিয়ে দেখছিলাম। মনে ভয় নিয়ে আল্লাহকে স্মরণ করে সাহসীর মত এগিয়ে চলতে চলতে একটা সময় বাড়ীর দরজায় এসে পৌঁছে যাই।
দিনশেষে এখন যখন দিনলিপি লিখতে বসছি ঘুমে চোখ জুড়িয়ে আসছে। পুরো রাজ্যের ঘুম যেন চোখে এসে ভিড় করছে। আমার কাছে অন্য একটি রাতের চেয়ে মেঘময় আকাশে বৃষ্টিতে ভেজা অন্ধকার রাতটি ছিল ভিন্ন রকম এবং স্মরণীয়।
লিখেছেন-
রিফাত হোসেন
No comments