দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

রোভারিং এ লগবুক



রোভারিং এ লগবুক

লগ বই হলো স্কাউটদের নোট বই। রোভার স্কাউটদের রোভার প্রোগ্রাম এবং অন্যান্য কার্যক্রমের প্রতিবেদন পদ্ধতিগত ভাবে যে বইতে লিপিবদ্ধ করে তাকে লগ বই বলে। লগ বইকে স্কাউটদের ডায়েরী বলা যেতে পারে।
রোভার প্রোগ্রামের স্তর অনুযায়ী বিষয় গুলোকে লগ বইয়ে সুন্দর ভাবে উপস্থাপন করতে হয়। লগ বইয়ে লিপিবদ্ধবিষয় গুলো রোভার স্কাউট লিডার/ মূল্যায়নকারী দ্বারা স্বাক্ষরিত হতে হয়। লগ বইয়ের মধ্যে উপস্থাপনার বিষয়টি আপেক্ষিক। নিম্নলিখিত কয়েকটি বিষয় লগ বই প্রণয়নের সময় অনুসরণ করতে হবেঃ

ক) লগ বই সংক্ষিপ্ত হতে হবে, তবে অবশ্যই তাতে যেন রোভার স্কাউট হিসেবে রোভারের কাজের ঘটনাবলী রোভার স্কাউট প্রোগ্রাম অনুযায়ী উঠে আসে।

খ) শতকরা ষাট ভাগ বিবরণ নিজ হাতে এবং চল্লিশ ভাগ বিবরণ নিজে কম্পিউটার কম্পোজ করে লেখা যাবে; পুরোটা নিজ হাতে লেখা শ্রেয়। তবে পুরোটা কম্পিউটার কম্পোজ করা যাবে না।

গ) রোভার স্কাউট প্রোগ্রাম অনুয়ায়ী নিয়মিত লগ বই লিখতে হবে; ক্রুমিটিং-এ খসড়া তথ্য নিয়ে স্পষ্টভাবে লগ বইতে চূড়ান্ত আকারে লিখতে হবে।

ঘ) লগ বইয়ের উভয় পাতায় লেখা যাবে, এক দিকে লিখলেও চলবে। প্রতিটি স্তরের তথ্য সমূহ লেখার পর লেখক রোভারকে নিজ ইউনিট লিডার জেলা রোভার স্কাউট লিডার এবং কোন বিশেষজ্ঞ থাকলে তার মতামত প্রদানের জন্য খালি যায়গা রাখতে হবে।

ঙ) বিবরণের সাথে ছবি দিলে ভাল, উল্লে¬খযোগ্য কর্মকান্ডের ছবি অবশ্যই দিতে হবে।
যেমন- কোর্সে অংশগ্রহণ, পরিভ্রমণকারী ব্যাজ, স্বনির্ভর ব্যাজ, শিক্ষকতা ব্যাজ,
ক্যাম্পিং, হাইকিং প্রভৃতি কার্যক্রম।

চ) সনদ, অনুমতি চিঠি ও অন্যান্য রোভার স্কাউট প্রোগ্রাম বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট তথ্যাদি যথাস্থানে সংযুক্ত করতে হবে।

ছ) শুধুমাত্র বাস্তবায়িত প্রোগ্রামের সাথে সম্পর্কিত ছবি ও কাগজপত্র লগ বইতে সংযুক্ত করতে হবে, এর অতিরিক্ত তথ্যাদি আলাদা বইতে সংরক্ষণ করে জেলা রোভার স্কাউটস, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে মূল্যায়নকালীন সময়ে উপস্থাপন করা যাবে।

জ) লগ বই মাঝে মাঝে রোভার স্কাউট লিডার দেখবেন, তা যথাযথভাবে লেখা হচ্ছে কিনা সেটা মূল্যায়ন করে স্বাক্ষর দেবেন এবং রোভার সহচর পর্যায় ও অন্য স্তর অতিক্রমের সময় অবশ্যই রোভার স্কাউট প্রোগ্রাম অনুযায়ী চুড়ান্ত অনুমোদন দেবেন।

ঝ) রোভার সহচর পর্যায় ও প্রতিটি স্তর অতিক্রম করলে রোভার স্কাউট লিডার ও জেলা রোভার স্কাউট লিডার ‘লগ বুক’ ও ’মাই প্রোগ্রেস’ অবশ্যই দেখবেন এবং লগ বুক অনুমোদন করবেন। স্তর অতিক্রম শেষে উল্লি¬খিত পদক্ষেপ গ্রহণ করা না হলে পরবর্তী স্তরে উঠা যাবে না।

ঞ) ‘মাই প্রোগ্রেস’ এর সাথে অবশ্যই মিল রেখে লগ বুক তৈরি করতে হবে।

সংকলনে- 
মাহমুদুল হাছান মাসুদ
সিনিয়র রোভার মেট প্রতিনিধি
নাটোর জেলা রোভার। 

No comments

Powered by Blogger.