একটি মধ্যবিত্ত পরিবারের বড় সন্তানের গল্প
একটি মধ্যবিত্ত পরিবারের বড় সন্তানের গল্প
-
মধ্যবিত্ত পরিবার টা কেমন যেন, অনেক স্বপ্ন থাকে, অনেক আকাঙ্খা থাকে। থাকে সেই স্বপ্ন গুলো ছোয়ার চেষ্টা।
আর এইসব মধ্যবিত্ত পরিবারের যেই বড় সন্তান টা হোক সে ছেলে/মেয়ে তাদের স্বপ্ন গুলো অনেক বড় থাকে।কিন্তু সত্যি টা এই তারা তাদের সেই স্বপ্নগুলোর খুব কম ই পূরন করতে পারে। অধিকাংশই অপূরনীয় থাকে।
আপনি কাউকে ভালোবাসবেন, তার জন্য পরিবারের বিরুদ্ধে যাবেন? পারবেন না। কারন আপনার পরিবার টা আপনার দিকে তাকিয়ে থাকে।আপনার ভাই,আপনার বোন,বাবা মা সবাই।
আপনি কোন সিদ্ধান্ত নিবেন, নিজের আগে ভাবা লাগবে আপনার পরিবারের উপর এটার প্রভাব কেমন হবে। এই শংকা থেকে অনেক সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়।
সব থেকে বেশি কথাও এই বড় গুলাকেই শুনতে হয়। ভালো করলে ভালো। কিন্তু খারাপ করলে হোক সে আপনি/আপনার ছোট ভাই বোন, "বড় টা যেমন ছোট টা এমন হইছে" এটা শুনা লাগবেই।
বন্ধু মহলে এই ছেলে/মেয়েগুলা পরিচিত হয় আনকালচারড,ক্ষেত এই নামে।কারন সে রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করতে পারে না, বন্ধুদের নিয়ে হ্যাং আউট/স্পেশাল ডে সেলিব্রেট করতে পারে না।আর সে এটা পারে না কারন সে এখনো বাবার টাকায় চলে,বাবার ঘাম ঝরানো সেই উপার্জন দিয়ে চলে।
তবে সত্যি কথা বলতে একটা সময় পর এই বড় বলদ গুলাই সুখী হয়,কারন তারা তাদের পরিবার টা কে প্রাধান্য দেয়।
আর প্রাধান্য দেয় কারন এই মধ্যবিত্ত পরিবারের ছেলে/মেয়েগুলা বাবা-মাকে তাদের রক্ত -ঘাম ঝরিয়ে পরিবার টাকে আগলে রাখতে দেখে। যেটা সে চাইলেও ভুলতে পারে না। তাই তাদের কাছে বাবা-মা ই আগে।
বড় সন্তান গুলা ডিমের খোসার মত কেমন জানি। খুব ই নরম হয়, কিন্তু তাও সে তার সবটা দিয়ে কুসুমের মত পরিবার টা কে আগলে রাখতে চায়।কখনো পারে, কখনো ভেঙে যায়।
ভালো থাকুক জীবন যুদ্ধে থাকা সেই সন্তান গুলো, ভালো থাকুক তাদের পরিবার।
লেখক-
ফরিদ আহমেদ জয়
শিক্ষার্থী, জাবি।
No comments