ক্যামেরার বিভিন্ন শট | ১০ প্রকার ক্যামেরা শট
ক্যামেরার
বিভিন্ন শট | ১০
প্রকার ক্যামেরা শট
শট
(Shot)
ক্যামেরার
অন করার পর পুনরায় বন্ধ করার পূর্ব পর্যন্ত যতটুকু দৃশ্য ধারণ করে তাকে Shot বলে।
ক্ষুদ্র
পরিসরে Shot কে
৩টি গ্রুপে ভাগ করা যায়। যথা-
1) Long Shot Group (LS Group)
2) Mid Shot Group (MS Group)
3) Close Shot Group (CS Group)
কিন্তু
বৃহৎ পরিসরে Shot
কে ১০ভাগে ভাগ করা যায়-
ELS VLS LS | MLS | MS MCU CU BCU VCU ECU
মনে
রাখতে- EVL MMM CB VE অথবা
4LS 1MS 5CU
1) ELS - extremely long shot
2) VLS- very long shot
3) LS -
long shot
[Establishment Shot]
4) MLS- medium long Shot / Knee Shot
[PTC- Piece To Camera]
5) MS -
medium shot / Waist Shot
6) MCU- medium close up shot / Burst Shot
7) CU -
close up shot (Passport Size Photo)
[Dialogue of Drama, TV, Interviews]
8) BCU - big close up shot
9) VCU - very close up shot (থুতনি ও কপাল কাটা যাবে)
10)
ECU- extremely close up
shot
[Expansion Shot, Emphasized Something, Particular
Object, Parts of the Body]
লিখেছেন-
মো. এনামুল হাসান কাওছার
শিক্ষার্থী-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
No comments