দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

স্কাউট আইন এবং আইনের ব্যাখ্যা

স্কাউট আইন এবং স্কাউট আইনের ব্যাখ্যা


স্কাউট আইন এবং স্কাউট আইনের ব্যাখ্যা

স্কাউট আইন
স্কাউট আইন ৭টি। যথা-
১) স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী
২) স্কাউট সকলের বন্ধু
৩) স্কাউট বিনয়ী ও অনুগত
৪) স্কাউট জীবের প্রতি সদয়
৫) স্কাউট সদা প্রফুল্ল
৬) স্কাউট মিতব্যয়ী
৭) স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল।

মনে রাখার সুবিধার্থে:

বিশ্বাসী বন্ধু বিনয়ী সদয় প্রফুল্ল মিতব্যয়ী নির্মল রয়

১) আত্মমর্যাদায় বিশ্বাসী-
এর মূল অর্থ নিজের সম্মান অক্ষুন্ন রাখার দৃঢ় প্রত্যয়। সৎ, সত্যবাদী, বিশ্বাসী ও নির্ভরযোগ্য এই বিশেষ গুণই আত্মমর্যাদা। আত্মমর্যাদা একজন মানুষের কাছে অত্যন্ত পবিত্র। মূলতঃ এই আত্মমর্যাদা বোধই একজন মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ করে। একজন স্কাউটের আত্মমর্যাদা এমন হবে যাতে সকলে তার উপর আস্থা রাখতে পারে, কোন প্রলোভন তা যত বড়ই হোক না কেন তাকে অসৎ বা অপরাধ প্রবণ হতে প্ররোচিত করতে না পারে।

২) সকলের বন্ধু-
স্কাউট হিসেবে সে অপরকে অত্যন্ত আপন করে ভাবে, সকলের সাথে বন্ধু বা ভাই এর আচরণ করে। একজন স্কাউটের কাছে জাতি, ধর্ম, বর্ণ, ধনী-গরীব এর কোন ব্যবধান নেই। সংরক্ষণবাদী মনোভাব পরিহার করে অন্যের ভাল দিকটাকে স্কাউটরা গ্রহণ করে থাকে। তার এরূপ আচরণের কোন ভৌগলিক সীমারেখা নেই। একজন স্কাউটের কাছে “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই” এই কথাটিই অনুসরণীয়।

৩) বিনয়ী ও অনুগত-
প্রাচীনকালে বীরপুরুষেরা নারী, শিশু ও বৃদ্ধদের প্রতি সদয় ও বিবেচক আচরণ করতেন। স্কাউটরাও অবশ্যই অনুরূপ বিবেচকের আচরণ করবে। একজন স্কাউট তার বয়োজ্যেষ্ঠ, পিতা মাতা, শিক্ষক, ইউনিট লিডার, উপদল নেতার অনুগত হবে ও সকলের সাথে বিনয়ের সাথে কথা বলবে। তার আচার-আচরণে বিনয় প্রকাশ পাবে।

৪) জীবের প্রতি সদয়-
মানুষ সৃষ্টির সেরা জীব তাই স্রষ্টার সৃষ্টি অন্য সকল জীবের প্রতি সহমর্মী হওয়া তার কর্তব্য। একজন স্কাউটের আচরণ এমন হবে না যার দ্বারা স্রষ্টার সৃষ্টি হুমকীর সম্মুখীন হয়। কোন প্রাণীর প্রতি দুর্ব্যবহার মূলতঃ স্রষ্টার সাথে দুর্ব্যবহারের সামিল। এক্ষেত্রে একজন স্কাউট হবে বিশাল ও মহৎ চিত্তের মানুষ।

৫) সদা প্রফুল্ল-
একজন স্কাউট নির্ভিক এবং দৃঢ় মনোবলের অধিকারী। কোন বিপদের মুহূর্তে সে বিচলিত হবে না বরং ধীর স্থিরভাবে হাসিমুখে সে লক্ষ্য করবে বিপদের নতুন মাত্রা এবং তার কি কি করণীয় তা নির্ধারণ করে সে মোতাবেক  পদক্ষেপ গ্রহণ করবে।

৬) মিতব্যয়ী-
একজন স্কাউট হবে দূরদৃষ্টি সম্পন্ন। সে সকল সময় ভবিষ্যতের কথা ভেবে কাজ করবে। বর্তমানে তার যে সম্পদ বা সুযোগ-সুবিধা আছে ভবিষ্যতে তা নাও থাকতে পারে। তাই ক্ষণিকের আনন্দ বা সুযোগের মধ্য থেকেই ভবিষ্যতে যখন তার এরূপ থাকবে না তখন কিভাবে দিন চলবে সে বিষয়ে ভাবতে হবে। এক্ষেত্রে বাহুল্য ব্যয় সংকোচনের মাধ্যমে ভবিষ্যতের কথা ভেবে কিছুটা সঞ্চয়ের ও অর্জনের কথা ভাবা প্রয়োজন। এতে করে অনাকাঙ্খিত দুর্যোগের মুহূর্তে সে এই সঞ্চয় কাজে লাগাতে পারে। আর্থিক মিতব্যয় ছাড়াও কথা এবং সময়ের দিক থেকেও একজন স্কাউট হবে মিতব্যয়ী। স্কাউটরা কখনই অযথা বাক্য ব্যয় বা সময় নষ্ট করে না।

৭) চিন্তা, কথা ও কাজে নির্মল-
কেবল সুস্থ সুঠাম দেহের অধিকারী হলে চলবে না, একজন স্কাউট হবে সুন্দর মনের অধিকারী। কখনও অপরের অনিষ্ঠ করার চিন্তা তো সে করবেইনা বরং কিভাবে তার উপকার করা যায় এই হবে তার ভাবনা। কোন কাজে বা কথায় কেউ মনে কষ্ট পাবে এমন কাজ বা কথা থেকে বিরত থাকবে। তার চিন্তা ও কাজ হবে স্বচ্ছ ও পরিচ্ছন্ন। এই হবে একজন স্কাউটের চারিত্রিক বৈশিষ্ট।

সংকলনে-
মাহমুদুল হাছান মাসুদ
সিনিয়র রোভার মেট প্রতিনিধি
নাটোর জেলা রোভার।

No comments

Powered by Blogger.