গত দশ বছরে তৈরী হয়েছে স্কাউটিং এর মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের জীবন বদলে যাওয়ার গল্প
সৌরভ ঘাটে অপেক্ষমাণ চরবাসীর সাথে গল্পে মশগুল |
ধরলা নদীর ঘাট।
এই ঘাট দিয়েই আমরা ধরলা পার হয়ে অপর পাড়ে "স্কাউটের চরে" যাই।
ঘাটের নৌকা অপর পাড়ে। ফিরে এসে আমাদের নিয়ে স্কাউটের চরে যাবে। আমরা নৌকার
জন্য অপেক্ষা করছি ।
ক্রিস্টাল ওপেন স্কাউটস এর রোভার সৌরভ। বহুবার স্কাউটের চরে গেছে সুবিধা
বঞ্চিত চরবাসীর জীবন মান উন্নয়নে কাজ করতে।
একটি এলাকার মানুষের উন্নয়নের কাজ করতে গিয়ে আপনি সফল হবেন কিনা তা নির্ভর করে
এলাকাবাসী আপনাকে সাদরে গ্রহন করছে কিনা, তার ওপর।
এলাকাবাসী মনে প্রানে আপনাকে গ্রহন না করলে আপনি দীর্ঘ সময় ধরে সেখানে কাজ
করতে পারবেন না।
এর মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস ও পারষ্পরিক সন্মানবোধ।
আমরা স্কাউটের চরে সবাইকে আপনি বলে সম্বোধন করি, আগে সালাম দেই, নামের সাথে ভাই যোগ করে ডাকি।
ঘাটের নৌকা আসতে দেরি হওয়ার ফাঁকে সৌরভ ঘাটে অপেক্ষমাণ চরবাসীর সাথে গল্পে
মশগুল ।
অন্য রকম এক আস্থার সম্পর্ক এই মানুষদের সাথে আমাদের। আমি খেয়াল করেছি সৌরভ
অনেক্ষন ধরে তাদের সাথে আলাপে মত্ত ছিল।
সে চাইলে ঘাটে উপস্থিত তার সমবয়সী শহুরে কোন ছেলে বা মেয়ের সাথে গল্প করে এই
সময়টা কাটাতে পারতো ।
তা সে করে নাই।
এমন ছোট ছোট অনু অনুভূতি, বিশ্বাস, আস্থা মিলেই "স্কাউটের চরে" গত দশ বছরে তৈরী
হয়েছে স্কাউটিং এর মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের জীবন বদলে যাওয়ার গল্প, যা আজ বিশ্ব স্কাউট ধারন করে সারা পৃথিবীকে
দেখাতে চায়।
বদলে গেছে সৌরভও। সে চরের বহু বাচ্চাকেই নাম ধরে ডাকে। গত তিন বছরে সৌরভ নিজের
গ্রামে গেছে দুইবার। আর স্কাউটের চরে এসেছে ছয় বার। মিশে গেছে এখানকার মানুষ আর
কাজের সাথে।
সৌরভ এখন তার স্বতীর্থ যে কোন ছেলে বা মেয়ের চাইতে এক কদম এগিয়ে।
এমন অনেকজন সৌরভ আছে ক্রিস্টাল ওপেন স্কাউটস এ।
আমি জানি সকল স্কাউট দলেই সৌরভরা আছে। আমাদের উচিত তাদের বিকশিত হওয়ার সুযোগ
তৈরী করে দেয়া।
সেই শুভক্ষণের অপেক্ষায় -
#SDGsbyCrystal
#Scouts4SDGs
লিখেছেন-
Sarwar Mohammad Shahriar
National Commissioner at Bangladesh Scouts
Founder at CRYSTAL OPEN SCOUTS
No comments