দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

প্রতিদিন প্রথম আলো

প্রতিদিন প্রথম আলো


লালমনিরহাট জেলা সদর থেকে প্রায় ২০ কিমি দূরে মোগলহাট ইউনিয়নে ধরলা নদী পার হলে স্কাউটের চর। যার একদিকে ভারতের সীমান্ত, অন্যদিকে কুড়িগ্রাম জেলা। বিদ্যুৎ বিহীন এই দুর্গম চরে আমাদের করা স্মৃতি রায় ক্রিস্টাল স্কাউট প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকা পড়ে। একজন শিক্ষক নিয়মিত এই পত্রিকা স্কুলে নিয়ে যান।

আগে ছাত্ররা ক্লাশের বিরতিতে স্কুলের বারান্দায়, গাছের ছায়ায় বসে পত্রিকা পড়তো। এখন আমরা সেখানে লাইব্রেরী রুম করেছি। লাইব্রেরী তে বসেই তারা পত্রিকা পড়ে।

লালমনিরহাটের জেলা প্রশাসক মহোদয়ও এপিআর স্কাউটস কে দেয়া তাঁর সাক্ষাৎকারে গুরুত্বের সাথে বিষয়টি উপস্থাপন করেন।

অনেক দিক থেকেই আলো ফেলছে স্কাউটরা এই চরের মানুষের জীবন মান উন্নয়নে । ক্রিস্টাল ওপেন স্কাউটস এর পাশাপাশি অনেকেরই অবদান আছে এই কাজে।

যেমন স্কাউটার জন্মজয় দাস। আমাদের মিডিয়া টীমের সদস্য। দৈনিক পত্রিকা এই স্কুলের বাচ্চাদের জন্য আনার ভাবনা, বাস্তবায়ন ও অর্থায়ন সবই করছে জন্মজয়।

এভাবে এই চরে আমাদের কাজের প্রথম থেকেই যুক্ত আছে লালমনিরহাট জেলা রোভার। এরা করেই যাচ্ছে। কোন রকম প্রশংসা বা প্রতিদানের আশা না করেই।
এঁদের সকলের জন্য স্কাউট অভিবাদন ।

#SDGsbyCrystal
#Scouts4SDGs

লিখেছেন-
Sarwar Mohammad Shahriar
National Commissioner at Bangladesh Scouts

Founder at CRYSTAL OPEN SCOUTS

No comments

Powered by Blogger.