এপিআর ধারন করলো স্কাউটিং এর ঐতিহাসিক এই মহুর্ত
বেঁচে থাকুক স্কাউটের চরের মানুষেরা, সম্মানিত হোক বাংলাদেশের স্কাউটিং
স্বপ্ন পুরন, স্বপ্নতো বটেই।
যেখানে বিদ্যুত নেই, চলার মত রাস্তা নেই, সবে মাত্র একটি প্রাইমারি স্কুলের মাধ্যমে একটি প্রজন্ম শিক্ষার আলো পেতে শুরু করেছে, সেখানে অন লাইন ক্লাস রুম বা টেলি ট্রিটমেন্ট এর আয়োজন ?
মানুষ তার স্বপ্নের সমান বড়। এই কথাটি আজ স্কাউটরা প্রমান করেছে। ক্রিস্টাল ওপেন স্কাউটস এর সদস্যরা।
লালমনিরহাট জেলার সদর উপজেলায়, মোগলহাট ইউনিয়নে ধরলা নদী পার হয়ে অপর পাড়ে নগদটারীর চর বা স্কাউটের চরে আমাদের করা স্মৃতি রায় ক্রিস্টাল স্কাউট প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরী রুমে স্থাপিত হোল সোলার নির্ভর অনলাইন ক্লাস রুম ও চরের চিকিৎসা সুবিধা বঞ্চিত মানুষের জন্য অনলাইন টেলি ট্রিটমেন্ট এর ব্যাবস্থা।
এই কারিগরি ব্যাবস্থার নির্বাচন, ক্রয়, পরিবহন ও স্থাপনে চরম একাগ্রতায় কাজ করেছে ক্রিস্টালের দায়িত্ব প্রাপ্ত টেকনিক্যাল গ্রুপের রোভার কামরুল, অমিত, রোভার নেতা সানি ও সাগর। সার্বিক কারিগরি ব্যাবস্থাপনায় গ্রুপ কমিটির সদস্য জনাব শাফায়াত।
৯ আগস্ট ২০১৯ বিকেল ৫ঃ০০ টা ।
ট্রায়াল রান।
চরে স্কুলের লাইব্রেরী রুমে সদ্য দীক্ষা প্রাপ্ত কাব স্কাউট, টেকনিক্যাল টীম আর ঢাকার প্রান্তে দলের সিনিয়র রোভার মেট সাকিব ও রোভার রাহাত টান টান উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে।
চরে ইন্টারনেটের গতি কম আর মাঝে মাঝেই তা বিচ্ছিন্ন হয়।
টিনের ঘর। গরম আর উত্তেজনায় সবাই ঘামছে।
এপিআর এর কর্মকর্তাদ্বয় ভিডিও অপশন অন করে অপেক্ষা করছে।
আমরা সফল হলাম।
ঢাকার সাথে ভিডিও সংযোগ স্থাপিত হোল স্পষ্ট শব্দ সহ।
কাবরা কথা বলছে, প্রশ্নের জবাব দিচ্ছে ঢাকার প্রান্তে বসা সাকিবের।
এপিআর ধারন করলো স্কাউটিং এর ঐতিহাসিক এই মহুর্ত।
তাদের অর্থায়নে স্থাপিত এই অন লাইন ক্লাস রুম ও টেলি ট্রিটমেন্ট এর ট্রায়াল রান।
আমাদের চোখে আনন্দাশ্রু। আপনাতেই মাথা নত হয়ে এলো করুনাময়ের উদ্দেশ্যে। চাইলে তিনি সব পারেন।
নইলে আমরা কি কখনো ভেবেছি বিশ্ব স্কাউট থেকে কর্মকর্তারা এসে ধারন করবেন এই দুর্গম চরে স্কাউটিং এর মাধ্যমে মানুষের জীবন বদলে দেয়ার গল্প ? আর অনলাইনে সংযুক্ত হতে পারবে এই চরের রোগীরা ঢাকার ডাক্তারদের সাথে ?
আমরা বিশ্বাস করি, এই কাজ সারা বিশ্বে বাংলাদেশের স্কাউটিং এর সন্মান আরো বৃদ্ধি করবে।
বেঁচে থাকুক স্কাউটের চরের মানুষেরা, সন্মানিত হোক বাংলাদেশের স্কাউটিং ।
আমরা কৃতজ্ঞ বাংলাদেশ স্কাউটস এর সভাপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ স্যারের প্রতি। তাঁর কারনেই শেষ মহুর্তে এপিআর এর পুরষ্কারের টাকা হাতে পেয়েছিলাম বলেই এপিআর তাদের টাকার যথাযথ ব্যাবহার ভিডিও ধারন করে নিয়ে যেতে পেরেছে এবং লালমনিরহাটের এই পাঁচ দিনের কর্মযজ্ঞ সাধন নিরাপদ ও সহজ হয়েছে।
#SDGsbyCrystal
#Scouts4SDGs
লিখেছেন-
Sarwar Mohammad Shahriar
National Commissioner at Bangladesh Scouts
Founder at CRYSTAL OPEN SCOUTS
No comments