কি না/কিনা; নাকি/না কি
কি
না/কিনা; নাকি/না
কি
‘কি না’ দুটি পৃথক শব্দের অর্থ দ্যোতক, কিন্তু ‘কিনা’
একটি শব্দ।
‘কি না’ প্রশ্নজ্ঞাপক।
যেমন: ‘যাবে কি না বলো?’
অন্যদিকে
মনোভাবের ইঙ্গিত প্রকাশে কিংবা শুধু অলংকার হিসেবে বাক্যে ‘কিনা’ শব্দটি ব্যবহৃত
হয়। যেমন : হরতাল কিনা, তাই আসতে পারিনি। আমার সন্তান হয়ে কিনা আমার অবাধ্য হয়।
‘কিনা’ শব্দটি বাক্যে অত্যাবশ্যক নয়। বাক্য হতে এটি বাদ দিলেও অর্থের তেমন
হেরফের ঘটে না।কিন্তু ‘কি না’ কথাটি বাক্য হতে তুলে নিলে প্রত্যাশিত অর্থের পরিবর্তন ঘটে।
যেমন : ‘যাবে কি না বল? বাক্যটি হতে ‘কি না’ শব্দগুচ্ছ
সরিয়ে নিলে বাক্যটির পুরো অর্থই পাল্টে যায়।
‘নাকি’ ও ‘না কি’ প্রয়োগের ক্ষেত্রেও বিষয়টা অভিন্ন। ‘নাকি’ আলংকরিক,
এটি বাক্য হতে তুলে নিলেও অর্থের পরিবর্তন হয় না, আলংকরিক পরিবর্তন হয় মাত্র।
যেমন :তুমি
‘নাকি’ ভালো বক্তৃতা দিতে পার।
এই বাক্যে ‘নাকি’ পদটি আলংকরিক, ‘নাকি’ তুলে নিলেও বাক্যের অর্থের
পরিবর্তন হয় না, আলংকরিক পরিবর্তন ঘটে মাত্র। কিন্তু “আম খাবে ‘না
কি’ কাঁঠাল?” এই বাক্যে ‘না কি’ তুলে নিলে বাক্যের অর্থ
পরিবর্তন হয়ে যায়।
লিখেছেন-Mohammed Amin
No comments