রুপালি দ্বীপ | রিভিউ | কাহিনি সংক্ষেপ
বই: রুপালি
দ্বীপ
লেখক:
হুমায়ুন আহমেদ
সিরিজ:
শুভ্র সমগ্র
সবাই
ট্রেনে করে সাতগাঁও চলে যায়।সেখানে তাদের গ্রেফতার করা হয়।অপরাধ মনিরুজ্জামান এর
বউ জরী কে তারা কিডন্যাপ করে এনেছে।তাদের হাজতে রাখা হয়।শুভ্রর বাবা তাকে কিছু
টেকনিক শিখে দেয়।শুভ্র সেগুলো আউটপুট করে।পরে মনিরুজ্জামান ক্ষমা চায় কারন মামলা
টা তিনিই করেছেন।চট্রলায় থাকতেই ইলা আর সঞ্জু ঢাকায় ফেরত আসে।।।সমুদ্র যাত্রার
শুরুর আগে নীরার সাথে বল্টুও ফেরত আসে।তারা দ্বীপে পৌছাঁয়। হ্ত ধরে ধরে সবাই
সমুদ্রের পানিতে নামে।সবাই তাদের দুঃখ গুলো সমুদ্রকে জানায়।
মেয়েরা
ছেলেদের চেয়ে চমৎকার ভাবে মিথ্যা কথা বলতে পারে।ছেলেরা মিথ্যা কথা বললে তা বোঝা
যায় কিন্তু মেয়েরা মিথ্যা বলার সময় টের পাওয়া যায় না।
যখন
কোন সমস্যার সম্মুখীন হবে সেটাকে একটা বস্তু মনে করে টেবিলে রেখে দিবে।বস্তুটাকে
চার পাশ থেকে দেখবে।যে কোন পাশে তার দুর্বলতা আছে।সেই দুর্বল দিক থেকেই তোমাকে
আক্রমণ করতে হবে।
মানুষ
স্থির থাকার প্রাণী নয়। মানুষ চলমান। গাছ হলো স্থির। মানুষ নয়।
লিখেছেন-
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
No comments