অসহায় বৃদ্ধকে রক্ত দিয়ে সাহায্য করলেন রোভার মোরসালিম
অসহায় বৃদ্ধকে রক্ত দিয়ে সাহায্য করলেন রোভার মোরসালিম |
রিফাত হোসেন, পত্নীতলা-
রোভার স্কাউট এর মূল মন্ত্র হচ্ছে সেবা। তাই সেবাকে কেন্দ্র করে একজন অসহায় বৃদ্ধর জন্য এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান করেছেন রোভার মুরসালিম।
নওগাঁ জেলার নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ থেকে দীক্ষা গ্রহণের পর নানা ধরনের সেবা মূলক কাজে অংশ নেন তিনি।
গতকাল শনিবার (২৯ই জুন ২০১৯ইং) দুপুর ২ টায় নজিপুর পদ্মা ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে একজন অসহায় বৃদ্ধার জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়।
দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টার পর রক্ত না পাওয়ায় তারা নজিপুর কলেজ রোভারদের জানালে রোভার গ্রুপের সদস্যদের মধ্যে একজনের রক্ত মিলে যায় এবং স্বেচ্ছায় রক্ত দিয়ে বৃদ্ধর মুখে হাসি ফুটায়।
"রক্তদিন জীবন বাঁচান" তাই আসুন নিজে সর্বদা মানুষকে স্বেচ্ছায় রক্ত দিয়ে সাহায্য করি এবং অপরকে রক্ত দিতে উৎসাহিত করি।
No comments