অবরোধবাসিনী | রিভিউ | কাহিনি সংক্ষেপ
বই: অবরোধবাসিনী
লেখক: বেগম রোকেয়া
বাঙালি নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন সংক্ষেপে "আর
এস হোসেন" নামে পরিচিত। ১৯৩১ সালে প্রকাশিত তার অন্যতম গ্রন্থ
"অবরোধবাসিনী"। বাস্তবজীবনের ৪৭ টি ঘটনার বিবরণ তিনি এই গ্রন্থের মধ্যে
তুলে ধরেছেন। আর সব গুলো ঘটনা মুসলিম পরিবারের নারীদের অবরোধের উপর জীবনযাপন করার
কাহিনী। তিনি ইংরেজ শাসিত ভারতবর্ষের সে সময়ের নারীদের করুণ কাহিনী তুলে ধরার
চেষ্টা করেছেন। কাহিনী গুলো মজার হলেও তা মোটেও সুখকর নয়। কারণ একজন নারী হিসেবে
এতো টা কঠোরতা মোটেই কাম্য নয়।
নারীবাদী লেখক হিসেবে তিনি তার অবস্থান তুলে ধরার চেষ্টা করেছেন।
ঘটনা গুলো এরকম:
# চোরে চুরি করতে আসছে তা জেনে চার ভাই ঘরের কোণে বাইরে পাহারা দিচ্ছে।
অন্যদিকে চোরের কথা শুনে আগেই সব গহনা,স্বর্ণালংকার চোরের জন্য প্রস্তুত করে রাখে মহিলারা। যাতে চোর তাদের
কন্ঠ না শুনতে পারে। চোর চুরি করে নিয়ে যাচ্ছে অথচ তারা একটু টু শব্দ পর্যন্ত করল
না। চোর চলে যাওয়ার পর তাদের স্বামীদের তারা সব খুলে বলে। ততক্ষণে যা হবার হয়েই
গেছে।
# একজন মুসলিম মেয়ের বিয়ের ৬ মাস আগে একটি আবদ্ধ ঘরে আটকে রাখা হতো।
সেখানে না পারতো নিজের মতো খাইতে, না পারতো নিজের চুল আচরাতে,না পারতো গোসল করতে। সব কিছুই নির্ভর করতো অন্যের দয়ার উপর। এমনো হতো ৬
মাস এভাবে থাকার পর বিয়ের কিছুদিন পরেই সে অন্ধ হয়ে গেছে।
# তৎকালীন সময়ে নারীদের ঘরের ভিতর পর্দার মধ্যে রাখা হতো সব সময়। না
পারতো পৃথিবী সম্পর্কে জানতে, না পারতো দুনিয়া টা দেখতে। একদিন লেখক তার নাতনীদের সাথে নিয়ে শহর
ঘুরতে বের হন। তাদের কত ইচ্ছা ছিল তারা শহর চিনবে,দেখবে। বিধিবাম, গরুর
যে গাড়ি ছিল সেটা এমন ভাবে ছাউনি দিয়ে ঘেরাও করে দেয়া হলো যে ছিদ্র খুজে পাওয়াটাও
মুশকিল। কি আর করার সারা শহর ঘুরেও তারা শহর দেখতে পেলো না।
# এক জমিদারের স্ত্রী,মা,মামী সহ অনেকে হজ্জ্ব করতে যাবে। সাথে
জমিদারের নিয়োগ করা একজন হাজী। কলকাতা শহরে ট্রেন ধরতে হবে। ট্রেন আসতে দেরি হবে।
মহিলাদের তো আর গেস্ট রুমে নিয়ে যেতে
পারেনা হাজী। তাদের স্টেশনে বসিয়ে রাখে। সবাই পর্দার মধ্যে থেকে বসে যায় চোখ দেখার
জো নাই তাই তাদের গায়ে চটের বস্তার মতো জিনিস দিয়ে ঢেকে রাখে যাতে কেউ দেখতে না পায়। ট্রেন আসলে
কর্মকর্তা সেটার মধ্যে লাথি দিয়ে বলে এগুলা বস্তা নেয়া যাবেনা। তারা লাথি খেয়েও
কোন শব্দ করে নাই।
এরকম আরো অনেক ঘটনার বিবরণ বেগম রোকেয়া তার "অবরোধবাসিনী" গ্রন্থে দিয়েছেন।
ধন্যবাদ সকলকে
লিখেছেন-
নাসিম আহমেদ
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
লিখেছেন-
নাসিম আহমেদ
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
No comments