দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

নো ভ্যাট অন স্যানিটারি ন্যাপকিন


নো ভ্যাট অন স্যানিটারি ন্যাপকিন | মানববন্ধন

'ষষ্ঠ ইন্দ্রিয়- The 6th Sense' এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি. এস. সি-তে স্যানিটারি ন্যাপকিনের কাঁচামালের উপর আরোপিত ভ্যাটের প্রতিবাদে মানববন্ধন করেছেন কতিপয় তরুণ-তরূণী।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা স্যানিটারি ন্যাপকিনের কাঁচামামের উপর আরোপিত ভ্যাটের বিরুদ্ধে অভিমত পোষণ করেছেন।

তাদের একজন তানভীর হোসাইন জনি এর স্ট্যাটাস হুবহু এখানে উদ্ধৃত করা হলো-

দেশের বহু স্কুল-কলেজ পড়ুয়া মেয়েরা পিরিয়ডের দিনগুলোতে ক্লাস বন্ধ করে ঘর বন্দী হয়ে থাকে। এখনও দেশের বৃহৎ অংশের মানুষ স্যানেটারি প্যাড কি জানেনা, যারা জানেন তাদেরও সবার ক্রয় ক্ষমতায় নেই প্যাডের দাম। 'পিরিয়ড হলে মেয়ে অপবিত্র থাকে'- পিরিয়ড নিয়ে এমন বহু ট্যাবু আছে দেশে!

দোকান থেকে কেনা প্যাডের প্যাকেটকে 'ভীষন গোপনীয়' ভাবে প্যাকেটে মুড়িয়ে বাসায় নিয়ে যায় অধিকাংশ মানুষ। মানুষ জন্মের সাথে জড়িত যে স্বাভাবিক প্রক্রিয়া, সেই পিরিয়ড নিয়েও যখন হাসিঠাট্টা হয় আড্ডায় কিংবা কথোপকথনে। পিরিয়ড চলাকালে অব্যবস্থাপনার জন্য প্রায় ৭৩ শতাংশ নারী জরায়ু, জরায়ুমুখ ও মূত্রনালির সংক্রমণের শিকার হন, যা পরে ক্যানসারে রূপ নিতে পারে। এমন সময়ে ‘পিংক ট্যাক্সের’ নামে স্যানেটারী প্যাডের কাচামালে কর বসিয়ে দিলে, মানুষ বরং এর থেকে দূরে সড়ে যাবে। স্বাস্থ্য ঝুকি বাড়বে আমাদের তারুণ্যে কিংবা মোট জনগণের অর্ধের পরিমাণ নারীদের।

স্যানেটারী প্যাড কোন বিলাসী পন্য না। এটি বরং জরুরী ও প্রয়োজনীয় জিনিস। তাই নারীর স্বাস্থ্য সুরক্ষার জন্য স্যানেটারী প্যাডের কাঁচামালের উপর আরোপিত কর প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

#No_Vat_On_SanitaryPads



No comments

Powered by Blogger.