নারীর মূল্য | রিভিউ | কাহিনি সংক্ষেপ
প্রবন্ধ - নারীর মূল্য |
প্রবন্ধ : নারীর মূল্য
লেখক : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ছদ্মনাম: অনিলা দেবী
আমার পড়া সেরা প্রবন্ধ গুলোর একটি হলো শরৎচন্দ্রের 'নারীর মূল্য' । কতই না যৌক্তিকতা দেখিয়েছেন তিনি।কিন্তু তার এই লেখাটি শুরু করতে যেন
এক প্রকার দাঁত ভাঙার মতো অবস্থা।প্রথমে তো কিছু লাইন মাথার উপর দিয়ে চলে
গেলো।ধীরে ধীরে টর্নেডো থেকে বিটিভির স্বাভাবিক অবস্থায় চলে আসলাম।
তার পর থেকেই বুঝতে শুরু করলাম
কি তিনি কত টা নারীবাদী ছিলেন।হিন্দু
সমাজে সতীদাহ প্রথা এর সহমরণ ও অনুমরণ এর বিপক্ষে তিনি কথা বলেছেন।সমাজে নারীর
মূল্য কোথায়?
আর কেন তারা
মূল্য পাচ্ছেনা তা তিনি দেখিয়েছেন।প্রাচীন সমাজে পৃথিবীর এমন কোন জাতি ছিল না যারা
নারী দের মূল্য দেয়।তিনি বিশ্বের বিভিন্ন জাতির বর্ণন্ তুলে ধরেছেন।বহুকাল আগে
ইরানের রাজা তার বংশ রক্ষার জন্য নিজের দুই কন্যার পানি পান করেন।মেক্সিকোতে এক
জাতি তাদের সন্তান কে ঈশ্বর এর সামনে বলি দিতে কুন্ঠারোধ করত না।এটাকে তারা
পূণ্যের কাজ হিসেবে দেখত।সন্তান জন্মদান না করাকে তারা পাপ হিসেবে দেখত।উপমহাদেশে
এমনো ইতিহাস আছে নিঃসন্তান স্ত্রীকে নিজের ভাই অর্থাৎ দেবরের সাথে রাত কাটাতে হতো
নারীর।সে সময়ে যখন বিধি বিধান,আইন,শাস্ত্র, তৈরী করা হয় তখন পিতা,স্বামী,পুত্র বলে কিছু থাকেনা। থাকে হলো পুরুষ।যার জন্য এগুলা করা হয় তারা
স্ত্রী,মা,বোন,মেয়ে থাকেনা।।।থাকে হলো নারী।যে হাতে
পুরুষ সমাজ বিধান বানায়, সে
হাতেই তাদের চোখের জল মুছতে হয়।ভগবান শঙ্করাচার্য নারী সম্পর্কে বলেছেন,নরকের দ্বার হলো নারী। বাইবেলে আছে, root of all evil অর্থাৎ সমস্ত অহিতের মূল।
জগৎবিখ্যাত সেন্ট পল শিখাইয়াছেন, ধর্ম সম্বন্ধে নারী পুরুষের মত কোন প্রশ্ন করিতে পারিবে না। সে সর্বদাই
তাহার স্বামীর অধীন। যেহেতু ঈশ্বর নারীকে পুরুষের জন্যই সৃজন করিয়াছেন, পুরুষকে নারীর জন্য সৃজন করেন নাই। আরও
বলিয়াছেন, নারী কোন পুরুষকে শিক্ষা দিতে পারিবে না।
সে-ই সংসারে পাপ প্রবেশ করাইয়াছে। তাহারা অনন্ত নরকে ডুবিবে, সদ্গতির কোন উপায় নাই। তবে সদ্গতি হইতে
পারে, গর্ভে সন্তান ধারণ করিতে পারিলে।
নারীর সম্মান তাহার নিজের জন্য নহে, তাহার সম্মান নির্ভর করে পুত্র-প্রসবের উপর। পুরুষের কাছে এই যদি তাহার
নারী-জীবনের একটিমাত্র উদ্দেশ্য হইয়া থাকে, ইহা কোনমতেই তাহার গৌরবের বিষয় হইতে পারে না। কিন্তু সত্যই তাই। এ-ছাড়া
তাহার কাছে সংসার আর কিছুই আশা করে না, এবং সে যতকিছু সম্মান দিয়া আসিয়াছে তাহা এই জন্যই।
ওল্ড টেস্টামেন্ট বাইবেলের মতে স্ত্রীর সন্তান না হওয়া মহাপাপ।
অনেক উদাহরণ তিনি দিয়েছেন। দৃষ্টান্ত দেখিয়েছেন।
'অপরাজেয় কথাশিল্পীর' সেরা প্রবন্ধ যেন এটি। যার ডাক নাম ছিল ন্যাড়া। ছদ্মনাম হলো অনিলা
দেবী। তার বড় বোনের নাম ছিল অনিলা দেবী।
লিখেছেন-
নাসিম আহমেদ
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
লিখেছেন-
নাসিম আহমেদ
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
No comments