দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

বুদ্ধিবৃত্তিক পড়ালেখা; জবির বি ইউনিট পরীক্ষা ২০১৯-২০

মোঃ সাজ্জাদ হোসেন ইহসান


বুদ্ধিবৃত্তিক পড়ালেখা করলে সাফল্য নিশ্চিত-  জবির বি ইউনিট পরীক্ষা ২০১৯-২০২০

ইতিমধ্যে এইচএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে, রেজাল্ট নিয়ে বসে না থেকে পুরোদমে পড়ালেখা করাই বুদ্ধিমানের কাজ।

আগামী ২০ সেপ্টেম্বর ইউনিট-২ মানবিকের ভর্তি পরীক্ষা। দ্বিতীয় বারের মত লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে জবি কর্তৃপক্ষ।
কেমন হবে লিখিত ভর্তি পরীক্ষা তা নিয়ে পরীক্ষার্থীরা একটু চিন্তিত।


জবিতে লিখিত পরীক্ষার জন্য সবচেয়ে সহায়ক হবে, যাদের পাঠ্যবই এর উপর ভালো ধারণা আছে।

যা জানা জরুরি, মোট ৭২ নাম্বারের উপর পরীক্ষা হবে, তিনটি বিষয়ের মধ্যে বাংলা, ইংরেজি,বাংলাদেশ ও সমসাময়িক। প্রতিটি বিষয়ে ৬ টি প্রশ্ন থাকবে ৬ টির উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান ৪, মোট ২৪ করে থাকবে প্রতিটি বিষয়ের উপর। কোন নেগেটিভ নম্বর নেই। এসএসসি ১২, এইচএসসি ১৬, মোট ২৮ নাম্বার থাকবে রেজাল্টের উপর।

এবার মানবিকের পরীক্ষা নিয়ে কিছু কথা বলি-

যেভাবে প্রশ্ন হবে-

বাংলা- 
৬ টি প্রশ্ন থাকবে ৬ টির উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান ৪।
বাক্য,সন্ধি,সমাস, বাগধারা,কারক, শব্দের শ্রেণিবিভাগ অর্থাৎ ব্যাকরণের মূল বিষয় গুলো থেকে ২-৩ টি প্রশ্ন থাকবে।
কবিতা,গল্পের লাইন থেকে ব্যাখ্যা করতে বলবে।
কবিতা, গল্পের কবি কি বলেছেন?
যে কোন একটা চরিত্রের বৈশিষ্ট্য এর পরিচয় দিতে হবে।

ইংরেজি-
Short report নিয়ে থাকতে পারে যেমন ডেঙ্গু বা বন্যা নিয়ে।
Translation নিয়ে থাকবে যেমন বলতে পারে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই।
Short paragraph পদ্মা সেতু,মেট্রোরেল নিয়ে থাকতে পারে।
Synonym আসবে
Comment On 7 March,10 January, Democracy, যে কোন গুরুত্বপূর্ণ দিবস নিয়ে থাকবে।

বাংলাদেশ ও সমকালীন বিশ্ব-
ক্রিকেট বিশ্বকাপ
রোহিঙ্গা
বিভিন্ন সংস্থা নিয়ে আসবেই
ডেঙ্গু লক্ষণ বা প্রতিকারের উপায়।
বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের করণীয়।
পাটিগণিতের ছোট অংক ২-১ টা,
মানসিক বুদ্ধিমত্তা থেকে আসবেই।

পাঠ্যবই ভিত্তিক পড়ালেখা করলে ভালো ফলাফল পাওয়া নিশ্চিত। লিখিত পরীক্ষায় কোন নেগেটিভ নাম্বর নেই, তোমাকে প্রতিটা প্রশ্নের জন্য আলাদা পৃষ্ঠা দিবে।

হতাশ হওয়ার কোন কারণ নেই, প্রয়োজনীয় জিনিসগুলো পড়লেই সাফল্য আসবেই।
পরিশেষে একটা কথাই বলবো সময় নষ্ট না করে জোর দিয়ে পড়ালেখা কর।
তোমাদের জন্য শুভ কামনা রইলো।


No comments

Powered by Blogger.