ব্যথামুক্ত নরমাল ডেলিভারি বনাম সিজার ডেলিভারি ও এপিডুরাল মিথ
ব্যাথামুক্ত নরমাল ডেলিভারীর জন্য এপিডুরালই একমাত্র ভরসা? | ডা. কাজী ফয়েজা আক্তার |
ব্যাথামুক্ত নরমাল ডেলিভারীর জন্য এপিডুরালই একমাত্র ভরসা?
ঘটনা-১
ম্যাম শুনলাম আপনাদের
এখানে ব্যাথামুক্ত ডেলিভারীর ব্যাবস্থা আছে। আমি করতে চাই। লেবার পেইন শুরু হতেই
চলে আসলো। cervix 2সে.মি না খুলতে
প্রচন্ড ব্যাথা। প্লিজ আমাকে এপিডুরাল দেন। দেয়া হলো। আবারও চিৎকার। আমার ব্যাথাতো
পুরোপুরি যায়নি। আমি এটুকুনও নিতে পারছিনা। প্লিজ আমাকে সিজার করেন।
ঘটনা-২
একজনের লেবার পেইন
সহ্য হচ্ছে না। বললাম তাহলে এপিডুরাল নাও। মা-শ্বাশুরী বললো, ব্যাথা কমানোর দরকার নাই। কিন্তু সে এপিডুরাল নিবেই। নিলো।
অনেক আরাম পেলো। কিন্তু ট্রায়ালের এক পর্যায়ে সিজারের decision হলো। আত্মীয় স্বজন
বললো, ব্যাথা তো কমায়ে দিছে। নরমাল এজন্যই হয়নি।
ঘটনা-৩
প্রচন্ড ব্যাথায় একজন
কান্না। বললাম এপিডুরাল নাও। বললো না’ তার চেয়ে ভালো সিজার করেন। কেনো? এতে সারা জীবন back pain থাকে। মানুষ পঙ্গুও হয়ে যায়।
ঘটনা-৪
আদরের বউ এপিডুরাল
নেয়ার পর , husband আমাকে sms। “ম্যাম আপনি কখন আসবেন? ওর অবস্থাতো
খারাপ।”
হসপিটাল গিয়ে দেখি
রোগী শুয়ে আছে। কেউ হাত কেউ পা টিপছে। already খালা , নার্সকে খামছি দেয়া শেষ। তার ব্যাথা কেন ১০০% চলে গেলো না।
যতই বলি “ তোমার cervix তো ৮ সেমি
খুলে গেছে।আর ঘণ্টা ২ wait করো। একযোগে
সবাই না। ২মিনিটও অপেক্ষা করতে রাজী না। প্লিজ সিজার করেন।
Labour pain একটা natural pain. এটা যদি এতোটাই intolerable হতো তাহলে আমরা কীভারে ঘরের ভেতর জন্মালাম? আমার আপনার মা কী এপিডুরাল নিয়েছিলো?
তারপরও প্রযুক্তির
উন্নতির জন্য এখন আমরা এপিডুরাল এর ব্যাবস্থা রেখেছি। কিন্তু তার মানে এই না যে
রোগী ঘুমায়ে থাকবে আর জেগে দেখবে বাবু হয়ে গেছে। এবার selfie time.
এপিডুরাল লেবার
পেইনকে ৫০% থেকে ৯০% পর্যন্ত কমায়। Depend করে কার সহ্য করার ক্ষমতা কেমন। দক্ষ হাতে এপিডুরালের side effect নাই বললেই চলে।
যেটা নরমাল হবে তাকে এপিডুরাল দিক বা না দিক , নরমালই হবে। আর যেটা নরমাল হবে না তাকে কোনোভাবেই সম্ভব না। এপিডুরাল যেমন নরমাল করায় দিতে পারেনা তেমনি নরমাল হওয়া ঠেকাতেও পারে না।
যে দেশে বেশীর ভাগ
মানুষের সহ্য ক্ষমতা 0% সেদেশে.....
How can I reduce the
rate of unnecessary c-section ?
দ্যা ডেইলি এডুকেশন – The Daily Education | tde24.com | ব্যথামুক্ত
নরমাল ডেলিভারি বনাম সিজার ডেলিভারি ও এপিডুরাল মিথ
লিখেছেন-
ডা. কাজী
ফয়েজা আক্তার
MBBS MCPS FCPS
কনসালটেন্ট
গাইনী এন্ড অবস্
ইমপালস হাসপাতাল।
৩০৪/ই, তেজগাঁও শিল্প এলাকা।
ঢাকা।
কৃতজ্ঞতা- Doctor's & Diagnostic BD
No comments