বিদ্রোহী মন- মো. আরিফুল ইসলাম | কবিতা
বিদ্রোহী মন
মো.আরিফুল ইসলাম
আমার বিদ্রোহী মন
করেছে বিদ্রোহ,
করেছে ধ্বংসের পন
গড়তে নেই আগ্রহ।
বিদ্রোহ চাই আমি
চাই ঝর-তুফান,
বিচার দিনের স্বামী
দাও প্রলয়- বান।
ছদ্মবেশে রয়েছে যত
নীরব ঘাতক,
ধ্বংস করো শত
ধোঁকাবাজ ভন্ড-প্রতারক।
গিয়ে তোমার উপাসনালয়
দেয় সাধুর সাজ,
করে শিশুর অভিনয়
বাহিরেই মন্দ কাজ।
মিথ্যাকে সত্য বলে
স্বার্থ হাসিল করে,
সত্য কি মিথ্যার জলে
কখনো ভাসতে পারে!
ধ্বংস হোক সব অন্যায়
সকল পাপাচার,
প্লাবিত হোক বন্যায়
সব অহংকার।
No comments