দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

স্কাউট আইন, প্রতিজ্ঞা, মটো ও প্রার্থনা সঙ্গীত


#স্কাউট প্রতিজ্ঞা-
আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে,
১) আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
২) সর্বদা অপরকে সাহায্য করতে
৩) স্কাউট আইন মেনে চলতে
        আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।

Scout's Promise:

On my honor, I promise that I will do my best to do my duty
• To the almighty and my country
• To help other people at all times
• To obey the Scout laws.

#স্কাউট আইন-

৭ টি স্কাউট (স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডার) আইনঃ

১.  স্কাউট আত্মমর্যাদায় বিশ্বসী
২. স্কাউট সকলের বন্ধু
৩. স্কাউট বিনয়ী ও অনুগত
৪. স্কাউট জীবের প্রতি সদয়
৫. স্কাউট সদা প্রফুল্ল
৬. স্কাউট মিতব্যয়ী
৭. স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল

Scout Law:

1.A Scout's honour is to be trusted,
2.A Scout is a friend to all,
3.A Scout is courteous & obedient,
4.A Scout is kind to animals,
5.A Scout is cheerful at all times,
6.A Scout is thrifty,
7.A Scout is clean in thought, word and deed.

#কাব স্কাউট প্রতিজ্ঞা - কেবল কাবদের জন্য-

আমি প্রতিজ্ঞা করছি যে,
১) আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
২) প্রতিদিন কারো না কারো উপকার করতে
৩) কাব স্কাউট আইন মেনে চলতে
আমি আমার যথাসাধ্য চেষ্টা করব

#​কাব স্কাউট আইন-
১। বড়দের কথা মেনে চলা।
২। নিজেদের খেয়ালে কিছু না করা।

#মটো (মূলমন্ত্র)-

• কাব স্কাউট মটোঃ যথাসাধ্য চেষ্টা করা

• স্কাউট মটোঃ সদা প্রস্তুত

• রোভার স্কাউট মটোঃ সেবা

• এক কথায়ঃ "সেবার জন্য সদা প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা" [Scout's Motto:
"Do our best to be prepared for service" ]


প্রার্থনা সংগীতঃ

বাদশা তুমি দিন ও দুনিয়ার
কথাঃ কবি গোলাম মোস্তফা

বাদশা তুমি দিন ও দুনিয়ার, হে পরওয়ার দেগার
সেজদা লও হে হাজার বার আমার, হে পরওয়ার দেগার।

চাঁদ, সরুজ আর গ্রহ তারা, জ্বিন ইনসান আর ফেরেশতারা
দিন রজনী গাহিছে তারা, মহিমা তোমার, হে পরওয়ার দেগার।

তোমার নুরের রৌশনি পরশি, উজ্জ্বল হয় যে রবি ও শশী,
রঙ্গীন হয়ে উঠে বিকশি, ফুল সে বাগিচার, হে পরওয়ার দেগার।

বিশ্ব ভুবনে যা কিছু আছে, তোমারি কাছে করুনা যাঁচে
তোমার মাঝে মরে ও বাঁচে জীবনও সবার,
হে পরওয়ার দেগার।

বাদশা তুমি দিন ও দুনিয়ার, হে পরওয়ার দেগার
সেজদা লও হে হাজার বার আমার, হে পরওয়ার দেগার।

3 comments:

Powered by Blogger.