দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

সামাজিক যোগাযোগ মাধ্যমের সহযোগিতায় রক্তের সংস্থান করলেন রোভার রিফাত


দ্যা ডেইলি এডুকেশন ডেস্ক- 

রোভার স্কাউট এর মূল মন্ত্র হচ্ছে সেবা। এর দীক্ষায় দীক্ষিত হয়ে একজন রোভার সেবার জন্য প্রযুক্তিকে একটু ভিন্ন ভাবে ব্যবহার করে থাকেন।

এমনই একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন রোভার রিফাত। নওগাঁ জেলার নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ থেকে দীক্ষা গ্রহণের পর নানা ধরনের সেবা মূলক কাজে অংশ নেন তিনি।

এর ধারাবাহিকতায় একজন অসুস্থ বোনের রক্তদানের ব্যবস্থা করে আক্রান্ত রোগীর পাশে দাঁড়ান।

তবে এবার রক্ত সংস্থান করলের একটু ভিন্ন প্রক্রিয়ায়। প্রযুক্তিকে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রক্ত চেয়ে স্ট্যাটাস দেন। কিছুক্ষন পর পাশের থানার একজন বেসরকারি চাকুরীজীবী স্বেচ্ছায় রক্ত প্রদানে ইচ্ছা প্রোষন করে রক্তদান করেন।

প্রযুক্তি শব্দটি ছোট হলেও এর পরিধি ব্যাপক। প্রযুক্তির নেতিবাচক ব্যবহারের পরিধি বৃদ্ধি পেলেও ইতিবাচক ব্যবহারকে বর্তমান তরুণ সমাজ উৎসাহিত করছেন। স্কাউটারবৃন্দ এই অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করলে তা আরো সুবিস্তৃত আকার ধারণ করবে। 

"মানুষ মানুষের জন্যে" তাই আসুন নিজে সর্বদা মানুষকে সাহায্য করি অপরকে সাহায্য করতে উৎসাহিত করি এবং প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করি।


No comments

Powered by Blogger.