যোগদান করেই একজন স্কাউট হয়ে ওঠা যায় না
যোগদান করেই একজন স্কাউট হয়ে ওঠা যায় না, এর
জন্য থাকতে হবে একাত্মতা। তাহলেই খুঁজে পাওয়া যাবে এর আনন্দ। কিছুদিন এর
শিক্ষার পর শপথ পাঠের মাধ্যমে একজন ছেলে বা মেয়ে হয়ে ওঠে স্কাউট সদস্য,
পরতে পারে স্কাউট পোশাক, লাগাতে পারে সদস্য ব্যাজ এবং গলায় নিজ দলের
স্কার্ফ। এরপর সে পার করে প্রতিটি স্তর এবং খুঁজে পায় নানান বিষয়।
স্কাউটিং এ রয়েছে অনেক দিক। কিছু দিক যেমনঃ
- ক্যাম্পিং,
- হাইকিং,
- ট্র্যাকিং,
- ফার্স্ট এইড,
- দড়ির কাজ,
- পাইওনিয়ারিং,
- রান্না,
- অনুমান,
- খেলা এবং আরও কত কি।
মজার মজার এসব বিষয় শিখে ফেলা যায় নিজের অজান্তেই। এমনকি কিছু বিষয়ে হয়ে ওঠা যায় পারদর্শী। তখন সে অনুযায়ী পোশাকে লাগানো যায় নিত্য-নুতুন ব্যাজ। এই অর্জনকে ব্যাজ নয় স্কাউট পোশাকের অলংকার বলেছেন বি.পি।
পাত্র ছাড়া রান্না কিংবা দড়ি দিয়ে কিছু তৈরি করতে পারার মজা আর কোথাও নেই। এমনকি
কোন কম্পাস ছাড়াই দিক নির্ণয় অথবা অনুমান করে বলে দিতে পারা যায় কোন
কিছুর দৈর্ঘ্য, প্রস্থ কিংবা উচ্চতা।
তাঁবুতে থাকার অভিজ্ঞতা আর হেঁটে
হেঁটে প্রকৃতির সাথে চলা – এক নুতুন জীবন এর স্বাদ এনে দেয় স্কাউটিং। যান্ত্রিক
জীবনের আড়ালে হারিয়ে যায় সকল ইচ্ছা, চলে যায় নতুন এর স্বাদ। স্কাউটিং
ফিরিয়ে আনে সেই ইচ্ছাগুলো। আর সকল কাজে এনে দেয় উৎসাহ।
লিখেছেন-
No comments