৭৫ জন সুবিধা বঞ্চিতদের নিয়ে ইফতারের আয়োজন করলো আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপ
দ্যা ডেইলি এডুকেশন ডেস্ক-
২৯ এপ্রিল ২০১৯, বুধবার আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের নিয়ে বার্ষিক স্কাউট ওন ও ইফতার মাহফিল কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, সদর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ আহমেদ কামাল, জাতীয় উপ কমিশনার, বাংলাদেশ স্কাউটস।
প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার এর কমিশনার প্রফেসর অমৃত লাল সাহা, সহ সভাপতি, প্রফেসর মোঃ মোখলেছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - উপজেলা কৃষি কর্মকর্তা মুনসি তোফাজ্জল হোসেন, জেলা রোভারের সহকারী কমিশনার অলি আহাদ রতন, সহযোজিত সদস্য- মোহাম্মদ সায়েদুর রহমান।
আরও উপস্থিত ছিলেন- জেলা স্কাউটস এর সহ-সভাপতি পীরজাদা শাহ কামাল, শরীফ কামাল মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি কানু লাল মজুমদার, আলোকিত স্কাউট গ্রুপের সহ সভাপতি লিপন মজুমদার (পি আর এস), কোষাধ্যক্ষ মোঃ সাদ্দাম হোসেন, রোভার স্কাউট লিডার রফিকুল ইসলাম, সামছুল আরিফিন, মিসকাতুর রহমান জীবন, ফাইয়িক চৌধুরী।
রোভারদের অভিভাবক এবং বিভিন্ন ইউনিটের সিনিয়র রোভার মেট, রোভার, গার্ল ইন রোভারসহ অন্যান্য অতিথিবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শরিফ জসীম, গ্রুপ সভাপতি, আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপ। সঞ্চালনায় ছিলেন মোঃ লিমন মিয়া, গ্রুপ সম্পাদক, আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপ।
উল্লেখ্য, ৭৫ জন সুবিধা বঞ্চিত মানুষদের জন্য ইফতারের আয়োজন করে গ্রুপটি।
No comments