আপনি বাতাসে ধোঁয়া ছেড়ে যে টাকাগুলো উড়িয়ে দেন সেখান থেকে হলেও এদের উপকারে এগিয়ে আসুন
ট্রেন থামালো একটু সময়, কুলাউড়া
রেলওয়ে স্টেশনে চেয়ে চেয়ে দেখলাম। ডিনার হিসেবে সাথে এক বোতল পানি। মশার আক্রমণ
থেকে বাঁচতে সাথে একটি কয়েল।
গায়ে দেওয়ার মতো কোন কাপড় নেই। লজ্জা
স্থান ঢাকার জন্য আছে ময়লা একটুকরা কাপড়। আগামীকাল কিভাবে অতিবাহিত হবে কিংবা কি
খাবে তার কোন ঠিক ঠিকানা নেই।
বাসি খাবার খেতে খেতে অনেক বড় রোগ
বাসা বেঁধেছে দেহ যন্ত্রের আনাচে কানাচে। রোগের প্রতিকার হেতু ট্রিটমেন্ট করানোর
মতো সাধ্য তাঁর নেই। সাথে নেই কোন এন্টিবায়োটিক কেবল আছে একটা ইনহেলার। দম আটকার
উপক্রম হলে ইনহেলারটাই ভরসার কেন্দ্রবিন্দু হয় আর হৃদয়ে হয়তো রবের নাম স্থান পায়।
এরা ছিন্নমূল মানুষ, এদের
থাকার কোন জায়গা নেই। কাল বৈশাখী ঝড় কিংবা প্রখর রোদে রেলওয়ে ষ্টেশনই তো তাদের
থাকার সবচেয়ে সেরা জায়গা। কিন্তু সেখানেও আরামে থাকা যায় না, সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের মার খেতে হয় রোজ। কারণ একটাই তাদের কোন দাপট নেই, নেই
ক্ষমতার বড়াই কিংবা মামা খালু।
আমাদের পকেট থেকে বের করা অল্প টাকা
হয়তো তাদের কাছে স্বপ্নলোকে বেড়ানোর প্রবোধ দেয়।
আপনি বাতাসে ধোঁয়া ছেড়ে স্বীয় ক্ষতির সাথে সাথে অন্যের ক্ষতি করে যে টাকাগুলো উড়িয়ে দেন সেখান থেকে হলেও এদের উপকারে খানিকটা এগিয়ে আসুন।
লিখেছেন-
হাফিজুর রহমান শিপার
শিক্ষার্থী- শাহজালাল বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
#Come_forward_to_help_them
No comments