দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

দুস্থদের পাশে জবি রোভার স্কাউট গ্রুপ


দুস্থদের মাঝে জবি রোভারের বস্ত্র বিতরণ


জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ প্রতিবারের ন্যায় এবারো বার্ষিক বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। ৪ ফেব্রুয়ারি রোজ সোমবার ২০১৯ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন।

জবি রোভারের বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন 


 

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার; রোভার স্কাউট লিডার ড. মোঃ মনিরুজ্জামান; মো. আবুল কালাম আজাদ; তাসলিমা ইসলাম; কাজী ফারুক হোসেন; সুমাইয়া খানম চৌধুরী সহ অন্যান্য  বিভাগের শিক্ষকবৃন্দ ও দীক্ষা প্রাপ্ত রোভারবৃন্দ উপস্থিত ছিলেন। 




জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার-ইন-কাউন্সিলের সাধারণ সম্পাদক ও বস্ত্র বিতরণ উপকমিটির আহবায়ক মো. এনামুল হাসান কাওছার বলেন, “বিশ্ববিদ্যালয় তহবিলের অনুদান, আমাদের রোভার স্কাউট গ্রুপের সদস্যদের সহায়তা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রদানকৃত স্বেচ্ছাপ্রণোদিত অর্থের মাধ্যমে আমরা প্রায় ২০০ জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করছি।"





জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মো. শেখ সাদ আল জাবের শুভ বলেন, "প্রকৃত দুস্থদের মাঝে বস্ত্র পৌঁছে দিতে এবার আমাদের বিতরণকারী দল রাতের বেলায় ছিন্নমূল মানুষের কাছে এই বস্ত্রগুলো পৌঁছে দিবে।"


বস্ত্র বিতরণ উপকমিটির সদস্য সচিব রোভার মো. আল-আমিন বলেন, "সদরঘাট টার্মিনালের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যেও এইবার আমরা বস্ত্র বিতরণ করেছি।"

No comments

Powered by Blogger.