দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

আকাশ থেকে পথচারীর গায়ে ময়লা!


আপনি রাস্তাদিয়ে হাঁটছেন বা অফিসে যাচ্ছেন; এমন সময় আকস্মিকভাবে একগাল থুথু এসে আপনার গায়ে পড়লো-কেমন লাগবে? 

আশেপাশে কাউকে না দেখে উপরে তাকিয়ে মনে হল- হ্যাঁ, ওই বিল্ডিং থেকেই কেউ একজন অসচেতনভাবে থুথু দিয়ে আপনার জামাটা বিশ্রীভাবে নষ্ট করে দিয়েছে! 

বিশেষত শহুরে রাস্তা-ঘাটে অথবা সরু গলিপথে চলাচলের সময় প্রায়ই দেখা যায়- উঁচু ভবনের জানালা দিয়ে থুথু, নোংরা পানি, ফলের খোসা,  গৃহস্থালির নানা বর্জ্য ইত্যাদি ময়লা এমনকি ব্যবহৃত ডায়াপার কিংবা কনডম ছুঁড়ে ফেলা হয়। এসব যেমন বিব্রতকর তেমনই দৃষ্টিকটু। 

অথচ আমাদের উচিত নিজের ময়লা নিজ দায়িত্বে নির্দিষ্ট স্থানে ফেলা। আর এ জন্য দরকার সচেতনতা এবং একটু ধৈর্য। আমরা জাতি হিসেবে যেমন শিক্ষিত হচ্ছি তেমনি সভ্য হওয়াও উচিত নয় কী? 
                     
লেখক- 
খন্দকার আবদুল কাদির, 
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

No comments

Powered by Blogger.