বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবে
সংবিধানের ৬ (২) অনুচ্ছেদ অনুযায়ী।
বাংলাদেশে প্রাথমিক শিক্ষার বয়সসীমা ৬-১১ বছর।
বাংলাদেশ-ভারতের অমীমাংসিত সীমান্ত দৈর্ঘ্য ৬.৫ কিমি।
বরিশাল বিভাগে জেলা আছে ৬টি (বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলা)।
মুক্তিযুদ্ধের সময় রংপুর ছিল ৬ নম্বর সেক্টরের অধীনে।
অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল ৬ জন (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল
ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মুনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান ও খন্দকার মোস্তাক আহমেদ)।
ম্যাগনাকার্টা হিসেবে গণ্য করা হয় ৬ দফা কর্মসূচিকে।
ব্ৰজেন দাস ইংলিশ চ্যানেল পাড়ি দেন ৬ বার (৪ বছরে ১৯৫৮-১৯৬১)।
জাতিসংঘ গঠিত হয় → ৬টি অঙ্গসংগঠন নিয়ে।
জাতিসংঘের সরকারি কাজকর্ম চলে → ৬টি ভাষায় (ইংরেজি, ফরাসী, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি)।
১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের স্থায়ীত্বকাল ছিল → ৬ দিন।
GCC-র সদস্য সংখ্যা → ৬টি (সৌদিআরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান ও সংযুক্ত আরব আমিরাত)।
অস্ট্রেলিয়া → ৬টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত (নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া, সাউথ
অস্ট্রেলিয়া, ওয়েষ্টার্ন অস্ট্রেলিয়া ও তাসমানিয়া)।
নোবেল পুরস্কার দেওয়া হয় মোট → ৬টি বিষয়ে (চিকিৎসা, রসায়ন, পদার্থ, সাহিত্য, শান্তি ও অর্থনীতি)।
No comments