পরিমাপক যন্ত্র
🔰পরিমাপক যন্ত্রঃ🔰
------------------------------
🌷উচ্চতা পরিমাপক যন্ত্র ➢অ্যাল্টিমিটার।
🌷পানির তলায় শব্দ নির্ধারনের যন্ত্র ➢হাইড্রোফোন।
🌷মোটরগাড়ির গতি নির্ণায়ক যন্ত্র ➢ওডোমিটার।
🌷বাতাসের আদ্রতা নির্ণায়ক যন্ত্র ➢হাইগ্রোমিটার।
🌷বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র ➢এনিমোমিটার।
🌷তরলের ঘনত্ব পরিমাপক যন্ত্র ➢হাইড্রোমিটার।
🌷দ্রুতি পরিমাপক যন্ত্র ➢স্পিডোমিটার।
🌷তারা /সূর্যের উষ্ণতা পরিমাপক যন্ত্র ➢পাইরোমিটার।
🌷ফুসফুস ও হৃদপিন্ডের শব্দ পরিমাপক যন্ত্র ➢স্টেথোস্কোপ।
🌷হৃদপিন্ডের গতি নির্ণায়ক যন্ত্র ➢কার্ডিওগ্রাফ।
🌷চার্জের উপস্থিতি পরিমাপক যন্ত্র ➢তড়িৎবীক্ষণ যন্ত্র।
🌷তরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র ➢টেনশিওমিটার।
🌷ক্ষুদ্রমাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণায়ক যন্ত্র ➢গ্যালভানোমিটার।
🌷সাবমেরিন থেকে সমুদ্রের ওপরের জাহাজ দেখার যন্ত্র ➢পেরিস্কোপ।
🌷পানির তলায় তেলের সঞ্চয় নির্ণায়ক যন্ত্র ➢গ্রাডিমিটার।
🌷জাহাজের দিক নির্ণায়ক যন্ত্র ➢জাইরোকম্পাস।
🔰আবিষ্কারকঃ🔰
--------------------------
🌷ফিশন আবিষ্কার করেন ➢অটোহ্যান।
🌷প্লবতা আবিষ্কার করেন ➢আর্কিমিডিস।
🌷বিদ্যুৎ আবিষ্কার করেন ➢উইলিয়াম গিলবার্ট।
🌷ক্যালকুলেটরের আবিষ্কারক ➢উইলহেম লিমানিজ।
🌷রেফ্রিজারেটর আবিষ্কার করেন ➢জেমস হ্যারিসন।
🌷ব্যারোমিটারের আবিষ্কার ➢টরেসিলি।
🌷ফনোগ্রাম ও বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন ➢টমাস আলভা এডিসন।
🌷লেজার আবিষ্কার করেন ➢টি এইচ মাইম্যান।
🌷তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন ➢হেনরি বেকেরেল।
🌷নিউট্রন আবিষ্কার করেন ➢চ্যাডউইক।
🌷হাইড্রোজেন আবিষ্কার করেন ➢হেনরি ক্যাভেন্ডিস।
🌷কার্বন ডাই-অক্সাইডের আবিষ্কার ➢ভ্যানহেলমন্ট।
🌷ইলেকট্রন আবিষ্কার করেন ➢থমসন।
🌷প্রোটন আবিষ্কার করেন ➢রাদারফোর্ড।
🔰তরঙ্গ ও শব্দঃ🔰
---------------------------
🌷যে মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ➢লোহা।
🌷শব্দের গতি সবচেয়ে কম ➢বায়বীয় মাধ্যমে।
🌷শব্দ বায়ুর মাধ্যমে দ্রুত চলে ➢বর্ষা ঋতুতে।
🌷আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল ➢০.১ সেকেন্ড।
🌷শব্দের তীক্ষ্ণতা মাপা হয় ➢ডেসিবল এককে।
🌷আবাসিক এলাকার শব্দের গ্রহণযোগ্য মাত্রা ➢৫০ ডেসিবল।
🌷যে শব্দ সীমার উপরে মানুষ বধির হতে পারে ➢১০৫ ডেসিবল।
🌷শব্দের গতি প্রতি ঘন্টায় ➢৭৫৭ মাইল।
🌷ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং হলো ➢আল্টাসনোগ্রাফি।
🔰তাপ ও তাপবিদ্যাঃ🔰
----------------------------------
🌷প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক ➢স্বাভাবিকের চেয়ে বেশি।
🌷পানির ঘনত্ব সবচেয়ে বেশি ➢৪ ডিগ্রী তাপমাত্রায়।
🌷পেট্রোল ইঞ্জিনে থাকে ➢কার্বুরেটর।
🌷চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ➢কালো রঙের কাপে।
🌷মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ➢৩৬ ডিগ্রী সেলসিয়াস /৯৮.৪ ডিগ্রী ফারেনহাইট।
🌷NTP এর পূর্ণরূপ ➢Normal Temperature & Pressure.
🌷৭৬ সে. মি পারদ চাপকে বলে ➢প্রমাণ চাপ।
🌷 রেফ্রিজারেটরে ব্যবহার করা হয় ➢অ্যামোনিয়া ও ফ্রেয়ন।
🌷যে রঙ্গের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম ➢সাদা।
🌷কাপড়ের তাপ বিকিরণ ও শোষণ ক্ষমতা বেশি ➢কালো।
No comments