দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

পল্লী কবি জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬)


যে কয়জন কবি সাহিত্যক গ্রাম বাংলার মানব জীবনের চিত্র, আবহ,সহজ সরল চিত্র তুলে ধরেছেন তাদের মধ্যে অন্যতম সেরা কবি হলেন জসীমউদ্দীন। পিএসসি নির্ধারিত ওরা ১১ জন এর অন্যতম কবি তিনি।আজ তার জন্মদিন। আসুন কিছু তথ্য জানার চেষ্টা করি।
✔ জন্মঃ-
তিনি ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর এর তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন।পিতার নাম আনসার উদ্দীন মোল্লা,মাতার নাম আমিনা খাতুন
✔ময়মনসিংহ গীতিকার " মহুয়া" পালাটি সংগ্রহ করেন তিনি।
✔ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লেকচারার পদে জয়েন করেন-১৯৩৮ সালে।
✔ তার কবি প্রতিভার বিকাশ ঘটে ছাত্রাবস্থায় দশম শ্রেণিতে "কবর" কবিতা রচনার মধ্য দিয়ে। এই কবিতায় লাইন সংখ্যা ১১৮টি।ষাণ্মাসিক  মাত্রাবৃত্তে রচিত কবিতাটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়।এটি তার প্রথম কাব্যগ্রন্থ "রাখালী (১৯২৭) তে প্রকাশিত হয়।
✔ তার শ্রেষ্ঠ রচনা " নকশী কাঁথার মাঠ" (১৯২৯),যা "The Field of the Embroidered Quilt " নামে অনুবাদ করা হয়,অনুবাদকের নাম EM Milford
✔ সাহিত্য কর্মঃ-
#কাব্যগ্রন্থঃ
রাখালী (১৯২৭)
নকশী কাঁথার মাঠ (১৯২৯)
বালুচর (১৯৩০)
ধানক্ষেত (১৯৩৩)
সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪)
রুপবতী ( ১৯৪৬)
এক পয়সার বাঁশী (১৯৫৬)
মাটির কান্না (১৯৫৮)
সকিনা ( ১৯৫৯)
সুচয়নী (১৯৬১)
#মা যে জননী কান্দে (১৯৬৩) -২৪ তম বিসিএস
হাসুকান্দে (১৯৬৩)
হলুদ বরণী (১৯৬৬)
জলে লেখন (১৯৬৯)
ভয়াবহ সেই দিনগুলোতে (১৯৭২)
,মাগো জ্বালায়ে রাখিস আলো (১৯৭৬)
কাফনের মিছিল (১৯৮৮)
✔ তার একমাত্র উপন্যাস হলো- বোবা কাহিনী (১৯৬৪) চরিত্র -আজহার
✔ স্মৃতি কথাঃ-
যাদের দেখেছি (১৯৫২)
ঠাকুর বাড়ির আঙ্গিনায় (১৯৬১)
✔ নাটকঃ-
পদ্মাপাড় (১৯৫০)
বেদের মেয়ে (১৯৫১)
মধুমালা (১৯৫ ১)
পল্লীবধু (১৯৫৬)
গ্রামের মায়া (১৯৫৯)
আসমান সিংহ (১৯৮৬)
✔ শিশুতোষ গ্রন্থঃ-
হাসু (১৯৩৮)
এক পয়সার বাঁশী (১৯৪৯)
ডালিম কুমার (১৯৫১)
✔ ভ্রমনকাহিনীঃ-
চলে মুসাফির (১৯৫২)
হলদে পরীর দেশ (১৯৬৭)
যে দেশে মানুষ বড় হয় (১৯৬৮)
✔ গানের সংকলন
রঙ্গিলা নায়ের মাঝি (১৯৩৫)
গাঙ্গের পাড় (১৯৬৪)
জারিগান (১৯৬৮)
✔ আত্মজীবনীঃ-
জীবন কথা (১৯৬৪)
✔ কবর কবিতার বিখ্যাত উক্তিঃ-
"এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
এইটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক"
সময় থাকলে পড়ে নিয়ে এই কবিতা অসাধারণ একটি কবিতা
✔ মৃত্যুঃ-
তিনি ১৩ মার্চ ১৯৭৬ সালে এই বিখ্যাত কবি মারা যান।
----------+----------
ক্ষুদ্রপ্রয়াসে -
মোঃ হাছেন আলী

No comments

Powered by Blogger.