ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো মনেরাখার কৌশল
মূখস্ত রাখতে হবে________
ধব্বনি ও তার বংশধরা মিলে বর্ণ কে সাথে নিয়ে 'ণ ষ' এর সাথে সন্ধি করল।
অর্থাৎ- ধব্বনি, তার বংশধরা-ধব্বনির সরূপ বিশ্লেষন, ধব্বনি উচ্চারণের স্থান, ধব্বনি উচ্চারণের প্রণালী, ধব্বনি পরিবর্তন ও লোপ, বর্ণ, ণ= ণত্ব ও ষ=ষত্ব বিধান এবং সন্ধি।
*****বাক্যতত্বের অালোচ্য বিষয়-
যবা ও তার বাবার একটাই উক্তি।
যবা= যতি চিহ্ন, বাচ্য, বাবা= বাগধারা, বাক্যসংকোচন, একটাই-র এক কথায় প্রকাশ ও উক্তির- উক্তি।
****অর্থতত্বের অালোচ্য বিষয়-
অর্থ সংযোক্ত সকল বিষয়াবলি- মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ, অর্থ প্রকারভেদ
****শব্দতত্বের অালোচ্য বিষয়-
উল্লিখিত বিষয়াবলি ছাড়া যা যা অাছে সবই এ অংশে অালোচনা হয়। যেমন- লিঙ্গ, বচন, সমাস, কারক, ধাতু, পদ, পদাশ্রিত নির্দেশক
No comments