তিনটি জিনিস শরীরকে অসুস্থ করে
#তিনটি জিনিস শরীরকে অসুস্থ করে -
* অতিরিক্ত কথা বলা
* অতিরিক্ত ঘুমানো
* অতিরিক্ত খাওয়া
#চারটি জিনিস শরীরকে ধ্বংস করে -
* দুশ্চিন্তা
* দুঃখ
* ক্ষুধা
* রাত জাগা
#চারটি জিনিস যা চেহারা শুষ্ক করে দেয় এবং আনন্দ ও সম্মান দূর করে দেয় -
* মিথ্যা বলা
* দাম্ভিকতা
* জ্ঞান ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা
* অশ্লীলতা
#চারটি জিনিস যা সম্মান এবং চেহারার আনন্দ ফিরিয়ে আনে -
* তাক্বওয়া
* সত্যবাদিতা
* উদারতা
* আত্মসম্মান
#চারটি জিনিস যা রিযিক নিয়ে আসে -
* রাতের সালাত
* সূর্যোদয়ের পূর্বে বেশী বেশী আল্লাহ্কে স্মরণ করা
* ক্রমাগত দান খয়রাত করা
* দিনের শুরুতে এবং দিনের শেষে আল্লাহ্র যিকির
#যেসব জিনিস যা রিযিকে বাধা দেয় -
* সালাতের ঘাটতি/অভাব
* অলসতা
* বিশ্বাসঘাতকতা
#আল্লাহ আমাদের সবাইকে উপরোক্ত কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক (আমিন)
No comments