প্রধান নদীসমূহের উৎপত্তি স্থল মনে রাখার টেকনিক
#মহানন্দা নদীর- উৎপত্তি হিমালয়ের পর্বতমালার মহালদিরাম পাহাড় হতে। এখানে 'মহা' শব্দাংশটি লক্ষ্য করলেই ব্যস, মহা+নন্দা =মহা+ল+দিরাম।
.
#মেঘনা নদীর- উৎপত্তি অাসামের নাগা মনিপুরের পাহাড় হতে। এখানে কী ওয়ার্ড নাগা মনিপুর। মেঘনার না দিয়ে নাগা অার মেঘ দিয়ে মনি সুতরাং নাগা মনিপুর।
.
#পদ্মা নদীর উৎপত্তি হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ হতে। কী ওয়ার্ড গঙ্গোত্রী।
পদ্মা নদীর ভারতীয় অংশের নাম কিন্তু গঙ্গা। তাই মনে করুন পদ্মা নদীর উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহ হতে।
.
#ব্রহ্মপুত্র নদের উৎপত্তি- তিব্বতের হিমালয়ের কৈলাশ শৃঙ্গের নিকটে মানস সরোবর হ্রদ থেকে। কী ওয়ার্ড হিমালয়ের কৈলাশ শৃঙ্গ। কৈলাশ নামটা শুনতে একটা ছেলের নামের মত মনে হয় তাই এটা হিমালয়ের পুত্র বলে মনে করুন। সুতরাং ব্রহ্মপুত্র হলো কৈলাশ!!
.
#মাতামুহুরি - লামার মইভার পর্বত হতে। মনে রাখার কী ওয়ার্ড মইভার। মাতামুহুরি নামের শুরুতে 'ম' অাছে তাই মইভারের শুরুতেও 'ম' অাছে। একটু মজা করে বললে মাতামুহুরি তে 'ম' অাছে দুটি তাই শব্দটিতে 'ম' এর ভর বেশি অর্থাৎ মইভার!
.
#মনু নদীর উৎপত্তি- মিজোরাম পাহাড় হতে । মনে রাখুন মনুর 'ম' তে মিজো!
.
#কর্ণফুলীর নদীর উৎপত্তি হয়েছে - মিজোরামের লুসাই পাহাড় থেকে। লক্ষ্য করুন, কর্ণফুলীর ল' তে লুসাই। গল্পটি মনে রাখুন, এই নদীতে নাকি রামের মেয়ে লুসাই তার কর্ণের ফুল হারিয়েছিল!!!! তাই মিজোরামের মেয়ে লুসাইয়ের কর্ণের দুলি সাথে মিল রেখে নাম হয়েছে কর্ণফুলী!!!!
.
#যমুনা - এমন একটি নদী যেটির উৎপত্তি হয়েছে ভূমিকম্প থেকে! অবাক হলেন! একটু বলি, জামালপুর জেলার দেওয়ানগঞ্জের নিকটে ১৭৮৭ সালে ভূমিকম্পের প্রভাবে ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তিত হয়ে একটি শাখা যমুনা নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে অার মূল ব্রহ্মপুত্র নদী ময়মনসিংহ হয়ে ভৈরব বাজারে দিয়ে মেঘনায় পতিত হয়েছে।
.
#হালদা- নদীর উৎপত্তি হয়েছে খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ হতে। হালদাই একমাত্র নদী যেটির উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশেই। এবং এটি এশিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক প্রজনন কেন্দ্র।
.
#সাঙ্গু নদীর উৎপত্তি হয়েছে অারাকান পাহাড় হতে। হবেই তো, কারণ খানের সঙ্গ যে সবাই ভালোবাসে!!! শাকিব খান, সালমান খান! অার কত খান! তাদের সঙ্গ কেনা ভালোবাসে! তাই ধরে নেন খানের সঙ্গ হতে অারাকানের সাঙ্গু!
.
#কুমিল্লার দুঃখ নাকি গোমতি নদী- অার গোমতি নদীর উৎপত্তি হয়েছে ত্রিপুরার ডুমুর পাহাড় হতে। এভাবে চিন্তা করে দেখুনতো ,,,,,, কুমিল্লার পুরাতন নাম হলো ত্রিপুরা অার ডুমুরের 'ডু' তে দুঃখ তাহলে, কুমিল্লার দুঃখ = ত্রিপুরার ডুমুর!!!!
.
#খোয়াই নদীর - উৎপত্তি ত্রিপুরার অাঠারমুড়া পাহাড় হতে। হবেই তো, কারণ মুড়ায় উঠলেতো অনেক কিছু খোয়া যেতেই পারে! তাই না? অার তা যদি অাঠারমুড়া = অাটারটি মুড়া তাহলে তো অার কথায় নেই অাপনার অনেক কিছু খোয়া যাবেই! তাই ধরে নেন, অাঠারমুড়া হতে উৎপত্তি নদীর নাম হয়েছে খোয়াই!!
No comments