দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরির বন্ধুসমূহ


১. দয়ালু বন্ধুঃ প্রত্যেকটা বন্ধুমহলেই একটা দয়ালু টাইপের বন্ধু থাকে। সে অনেকগুলা টিউশনি করায়। যার ফলে সে সবাইকে টাকা ধার দিতে পারে।
.
২. ছেছড়া বন্ধুঃ এদের লজ্জা শরম স্বাভাবিক মানুষের তুলনায় একটু কম থাকে। এদের কাজ হচ্ছে টাকা ধার নেয়া আর একবার ধার নিলে সে টাকা ফেরত দেয়ার নাম গন্ধও থাকেনা।
.
৩. বাচাল বন্ধুঃ বন্ধুমহলে একটা বন্ধু থাকে যার কাজ হচ্ছে সারাদিন বকবক করা। তার কাছে কোন কথাই গোপন থাকেনা। সে সব গোপন কথা ফাঁস করে দেয়ার আগে বলে সাবধান কাউকে বলিস না আমি যে তোকে কথাটা বলছি।
.
৪. মেধাবী বন্ধুঃ মেধাবী বন্ধুরা লেখাপড়ায় অনেক ভালো হয়। তাদের বন্ধুমহলের সবার নোটদাতা বলা হয়। সারাদিন পড়াশোনা করার এক বিশেষ ক্ষমতা দিয়ে সৃষ্টিকর্তা এদের দুনিয়ায় পাঠিয়েছেন।
.
৫. মেধাহীন বন্ধুঃ মেধা সবারই থাকে। কিন্তু অতিরিক্ত ভন্ডামি আর লেখাপড়ায় অমনোযোগী হওয়ার দরুণ এরা পরীক্ষায় বারবার ডাব্বা মারে। তাই আপাতদৃষ্টিতে এদের মেধাহীন বন্ধু বলা হয়। তবে বন্ধুমহলে মেধাহীন বন্ধুর গুরুত্ব অপরিসীম..!!!
.
৬. গুন্ডা বন্ধুঃ বন্ধুমহলে একটা গুন্ডা টাইপের বন্ধু থাকে যার এলাকার বড়ভাইদের সাথে খুব খাতির থাকে। বন্ধুদের যেকোন ধরনের ঝামেলায় এরাই সবার আগে এগিয়ে আসে।
.
৭. প্রেমিক বন্ধুঃ বন্ধুমহলের সবচেয়ে রোমান্টিক বন্ধু হচ্ছে প্রেমিক বন্ধু। প্রেমিক বন্ধু আবার দুই ধরনের হয়। খাটি প্রেমিক ও বিশ্বপ্রেমিক। খাটি প্রেমিকরা একটাই প্রেম করে। বিশ্বপ্রেমিকরা অনেকগুলা প্রেম করে থাকে। তাদের মন আকাশের মত বিশাল হওয়ায় তারা এমনটা করে বলে তারা দাবি করে!!!
.
৮. বড়লোক বন্ধুঃ এদের বাবার অনেক টাকাপয়সা থাকে। এদের সকল ধরনের প্রোগ্রামের স্পন্সর হিসেবে অভিহিত করা হয়ে থাকে। তাই যেকোন ধরনের প্রোগ্রামে এদের গুরুত্ব বহুলাংশে বেড়ে যায়!
.
৯. গরিব বন্ধুঃ বন্ধুমহলের সবচেয়ে দুঃখী এরাই থাকে। বন্ধুমহলের সব ধরনের প্রোগ্রামে এদের উপস্থিতি থাকেনা।
.
১০. মটু বন্ধুঃ অতিরিক্ত খাই খাই স্বভাবের দরুণ মটু বন্ধুদের স্বাস্থ্য মাশাল্লাহ ভালো থাকে। এরা মাঝে মধ্যে জিমে যাওয়া আসা করে কিন্তু স্বাস্থ্যের কোনরুপ পরিবর্তন লক্ষ্য করা যায়না।
.
১১. পুষ্টিহীন বন্ধুঃ এদের শরীরে পুষ্টির ব্যাপক ঘাটতির ফলে এদের পুষ্টিহীন বলা হয়ে থাকে। স্বাস্থ্যগত দিক দিয়ে এরা দূর্বল প্রকৃতির হয়!!
.
একটা মানুষের যেমন শরীরের যেকোন একটা অঙ্গ না থাকলে স্বাভাবিক মানুষ বলা হয়না ঠিক তেমনি এমন যেকোন একধরনের বন্ধু না থাকলে বন্ধুমহলকে পরিপূর্ণ বন্ধুমহল বলা যায়না।

No comments

Powered by Blogger.