দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

কমন মিসটেক ইন সাধারন জ্ঞান


দেখুন পরীক্ষায় কিভাবে ফাঁদে পা দিয়ে আমরা ভুল করি! ফাঁদ এবং ব্যাখ্যাসহ ANS দেখুনঃ
=======================
প্রশ্ন :: বিশ্বে উন্নয়নশীল দেশ কতটি?
ক. ৪৭
খ. ৪৮
গ. ১৪৮
ঘ. ১৫০
.
ফাঁদ : ৪৭টি = স্বল্পোন্নত দেশ
উত্তর : ১৫০ টি = উন্নয়নশীল দেশ
ব্যাখ্যা :
IMF এর মতে বিশ্বে উন্নয়নশীল দেশ ১৫০ টি
সর্বাধিক উন্নয়নশীল দেশ = চীন
-----------------------------------------
প্রশ্ন :: বার্লিন সংকটের সৃষ্টি হয় যে সালে -
ক. ১৯৬১
খ. ১৯৬২
গ. ১৯৬০
ঘ. ১৯৫৮
.
ফাঁদ : ১৯৬১
উত্তর : ১৯৫৮
ব্যাখ্যা :
১৯৬১ : বার্লিন দেয়াল নির্মাণ হয়
১৯৫৮ : বার্লিন সংকটের সৃষ্টি হয়
১৯৬১-১৯৮৯ = বার্লিন দেয়াল নির্মাণ ও ভাঙ্গা হয়
১৯৫৮-১৯৬১ = বার্লিন সংকট, রুশ প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভের ভাষণের মধ্য দিয়ে সংকটের শুরু হয়।
-----------------------------------------
প্রশ্ন :: ২০০৫ সালের শুরুতে পোশাক শিল্পে 'কোটা প্রথা' উঠে যায় যে চুক্তি অনুযায়ী -
ক. MFA
খ. GATT
গ. TRIPS
ঘ. TRIMS
.
ফাঁদ : GAAT
উত্তর : MFA
ব্যাখ্যা :
কোটা প্রথা প্রযোজ্য ছিল = ১৯৭৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত।
General Agreement on Tariffs and Trade (GATT) হলো WTO এর পূর্বসরি।
Multi Fiber Arrangement (MFA) চুক্তি অনুযায়ী কোটা প্রথা উঠে যায়।
-----------------------------------------
প্রশ্ন :: 'জাতিপুঞ্জ' ছিল কোন অঞ্চলের সংস্থা ?
ক. ইউরোপ
খ. আমেরিকা
গ. ইউরোপ-আমেরিকা
ঘ. এশিয়া
.
ফাঁদ : ইউরোপ-আমেরিকা
উত্তর : ইউরোপ
ব্যাখ্যা :
জাতিসংঘ = বিশ্বসংস্থা
জাতিপুঞ্জ = ইউরোপীয় অঞ্চলের সংস্থা
-----------------------------------------
প্রশ্ন :: 'শত ফুল ফুটতে দাও' কার নীতি -
ক. মিখাইল গর্বাচেভ
খ. মাও সে তুং
গ. কাইশেক
ঘ. মাহাতির মুহাম্মদ
.
উত্তর : মাও সে তুং
ব্যাখ্যা :
১৯৫৬ সালে মাও সে তুং 'শত ফুল ফুটতে দাও' নীতি অনুসরণ করেন। এর ফলে চীনে বুদ্বিজীবিরা মুক্তচিন্তা প্রকাশের সুযোগ পায়।
----------------------------------------
প্রশ্ন :: অভিন্ন ইউরোপ তথা ইউরোপের দেশসমূহের মধ্যে অবাধে যাতায়াত শুরু হয় যার মাধ্যমে -
ক. গ্লাসনস্ত নীতির ফলে
খ. ম্যাসট্রিচট চুক্তির ফলে
গ. গ্লাসনস্ত-পেরেস্ত্রোইকা নীতির ফলে
ঘ. শেঙেন চুক্তির ফলে
.
ফাঁদ : ম্যাসট্রিচট চুক্তির ফলে
উত্তর : শেঙেন চুক্তির ফলে ইউরোপের দেশসমূহের মধ্যে অবাধে যাতায়াত শুরু হয় ৷
ব্যাখ্যা :
১৯৮৫ সালে স্বাক্ষরিত শেঙেন চুক্তির ফলে ইউরোপের ২৫টি দেশের মানুষের অবাধে যাতায়াতের পথ উন্মুক্ত হয়। লুক্সেমবুর্গ-এর শেঙেন শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয়৷
-----------------------------------------
প্রশ্ন :: দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বৃদ্বিকল্পে 'সাউথ কমিশন' এর উদ্যোক্তা হলো -
ক. ন্যাম
খ. এপেক
গ. বিমসটেক
ঘ. সার্ক
.
ফাঁদ : সার্ক
উত্তর : ন্যাম
ব্যাখ্যা :
১৯৮৬ সালে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের জন্য 'ন্যাম' এর পক্ষ থেকে 'সাউথ সাউথ কমিশন' গঠন করা হয়। গত ২৬ সেপ্টেম্বর ২০১৫, জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়ন ও সবার জন্য সম্মানজনক জীবন নিশ্চিত করতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার আহ্বান জানান।
-----------------------------------------
প্রশ্ন :: সমাজতন্ত্রের ১ম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেয়া হয় যে বইতে -
ক. কমিউনিস্ট ম্যানিফেস্টো
খ. ক্রিটিক অব পলিটিকাল ইকোনমি
গ. দাস ক্যাপিটাল
ঘ. মেইন ক্যাম্প
.
ফাঁদ : দাস ক্যাপিটাল
উত্তর : কমিউনিস্ট ম্যানিফেস্টো
ব্যাখ্যা :
মেইন ক্যাম্প = নাত্সীবাদের বাইবেল
দাস ক্যাপিটাল = সমাজতন্ত্রের বাইবেল (কার্ল মার্কস, ১৮৬৭ সালে লন্ডনে রচিত, ৩ খন্ডের ২ টি মৃত্যুর পর প্রকাশিত)
কমিউনিস্ট ম্যানিফেস্টো = সমাজতন্ত্রের ১ম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেয়া হয়, কার্ল মার্কস অনুপ্রানিত হন = ফ্রেডরিক এঙ্গেল ও এডাম স্মিথ হতে
-----------------------------------------
প্রশ্ন :: সেভেন সিস্টারস বলা হয় -
ক. ভারতের কোম্পানিসমূহকে
খ. ব্রিটিশ কোম্পানিসমূহকে
গ. আমারিকান কোম্পানিসমূহকে
ঘ. ব্রিটিশ ও আমারিকান কোম্পানিসমূহকে
.
ফাঁদ : ভারতের কোম্পানিসমূহকে
উত্তর : ব্রিটিশ ও আমারিকান কোম্পানিসমূহকে
ব্যাখ্যা :
সেভেন সিস্টারস কোম্পানিঃ
ব্রিটিশ তেল কোম্পানি যথা: শেল, ব্রিটিশ পেট্রোলিয়াম এবং আমারিকান তেল কোম্পানি যথা: শেভরন, এক্রোন, মবিল, টেক্রাকো, গালফ কে 'সেভেন সিস্টারস কোম্পানি' বলা হয়। এরা বিশ্বব্যাপী তেল বাণিজ্যে আধিপত্য বিস্তার করে।
.
সেভেন সিস্টারস রাজ্যঃ
উত্তর-পুর্ব ভারতের ৭ টি স্বাধীনতাকামী রাজ্য যথা: অরুনাচল, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মেঘালয়, মনিপুর, নাগাল্যান্ড কে সেভেন সিস্টার বলে।
.
শর্টকার্ট :
"অমি আমেত্রি মনা"

No comments

Powered by Blogger.