দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি- আশা করি ১২টি শিখলেই চলবে


🍁নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি:- আশা করি ১২টি শিখলেই চলবে

☞ বৃহস্পতি = বৃহৎ +পতি ☞ বনস্পতি = বন+পতি
☞ পরস্পর = পর+পর ☞ তস্কর = তৎ+কর
☞ গোষ্পদ = গো+পদ ☞ একাদশ = এক+দশ
☞ ষোড়শ = ষট্+দশ ☞ মনীষা = মনস্+ঈষা
☞ আশ্চর্য = আ+ চর্য ☞ হরিশ্চন্দ্র = হরি+চন্দ্র
☞ পতঞ্জলি = পতৎ+অঞ্জলি ☞ দ্যুলোক = দিব্+লোক

🍂মনে রাখবে যে ভাবে :-


বৃহস্পতি আর বনস্পতি দুই ভাই। তারা পরস্পর তস্কর (চোর) । তারা গোষ্পদ (গরুর পা) চুরি করে। বৃহস্পতির বয়স একাদশ (১১) আর বনস্পতির বয়স ষোড়শ (১৬)। তাদের চুরি করার সময় দেখে ফেলে বম্বের নায়িকা মনীষা। দেখে আশ্চর্য হয়ে যায়। দৌড়ে গেল ছবির নায়ক হরিশ্চন্দ্র এর কাছে । দুজনে কিছু না বুঝে গেল ছবির পরিচালক পতঞ্জলির কাছে। পতঞ্জলি বলে দিল যারা গরু রেখে গরুর পা চুরি করে তারা কখনও দ্যুলোক (বেহেশতে) যেতে পারবে না।

🌸অভিযাত্রী বই থেকে সংগ্রহ করা হয়েছে।

No comments

Powered by Blogger.